Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গদ্য ।। লড়াই লড়াই লড়াই চাই ।। সুদীপ দাশ



লড়াই লড়াই লড়াই চাই

সুদীপ দাশ


     আমাদের তো সাতচল্লিশ সালে পাওয়া স্বাধীনতা।সেই স্বাধীনতা  এল দ্বিখন্ডিত দেশ নিয়ে। দেশের দুই প্রান্তে দুই প্রদেশে তখন দেশভাগের হাহাকার।সে সময়ের আগে পরে, কত যে হানাহানি,কত লড়াই, যা তখন কুখ্যাত ছিল 'রায়ট' নামে।বাঙালি জীবন তদবধি আজও  জাতি,ধর্ম দলে বিভাজিত।সেই ব্রিটিশ শাসনের সময় জাতীয় কংগ্রেসের মধ্যে থেকেই শুরু হল কম্যুনিস্ট পার্টি।কালে কালে তারও কত বিভাজন।নেতাজীও কংগ্রেস থেকে বেরিয়ে করলেন ফরওয়ার্ড ব্লক,বললেন, 'এই দল ব্রিটিশের, সাম্রাজ্যবাদী শাসকের প্রকৃত বিরোধিতা করবে।'

তাছাড়া সেই শতাব্দীপ্রাচীন ঘটি বাঙালের দ্বন্দ্ব তো রয়েছেই ইস্টবেঙ্গল মোহনবাগানে।সেই সংঘাত ফুটবলের মাঠ থেকে পাড়ায় পাড়ায় ছড়িয়েছে।এমনকি মাঝে মাঝে রক্তক্ষয়ী রূপও নিয়েছে অতীতে।

   পোকায় কাটা এক গণতান্ত্রিক দেশ উপহার পেলাম।সেখানে ডান,বাঁ উভয়েরই নিত্য নূতন দল উপদলের পত্তন।আবার একই দলে থেকে স্বার্থসংঘাতে তৈরী হতে থাকল বিভিন্ন গোষ্ঠী। বাঙালির অভিধানে এল নতুন শব্দ,-- 'গোষ্ঠীদ্বন্দ্ব বা কোন্দল।'

    ছোটবেলায় যখন মধ্যপ্রদেশের জবলপুরে মামাবাড়িতে যেতাম,তখন ওদেশে একটি চালু কথা শুনতাম,-- ' যেখানে বাঙালি,
       সেখানে কালীবাড়ি,
সেখানে দলাদলি।'

   তখন অতটা বোধগম্য না হলেও দিনে দিনে কথাটা বাঙালির ক্ষেত্রে এক নির্মম সত্য হল।
একদম ছোট্ট বেলায় থাকতাম আজাদগড় নামক উপদ্রুত অঞ্চলে যা টালীগঞ্জের এক পাড়া।তখন সত্তর একাত্তর সাল ।যখন তখন বোমাবাজি  হত সেই সব পাড়ায়।মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যেত বিকট গুম্,গুম্ শব্দে। জেগে উঠে বলতাম ,'কিসের আওয়াজ মা?
মা বলতেন-----'আরে ও কিছু না,বোম পড়ছে ঘুমিয়ে পড়।'

 টালীগঞ্জে,সত্তর ,একাত্তরের সেই এক রক্তাক্ত সময়ে কলকাতার এলাকা ভাগ হয়ে গিয়েছিল। কোন পাড়া কংগ্রেস,তো কোন পাড়া সি পি এম বা কোন পাড়া নকশাল, আবার কেউ বা কংশাল।নেহেরু কলোনী,গান্ধি কলোনী, রিজেন্ট কলোনী ,নেতাজীনগর,  বিজয়গড় অঞ্চল তখন এক এক পাড়া,এক এক দল বা উপদলের আখাড়া। সেই সময় বাঙালি দেখেছিল তরতাজা ছেলেগুলো কেমন করে 'বডি' হয়ে যায়।একবার মায়ের সাথে আমি সন্ধ্যায় এক বাজারে গেছি। হঠাৎ শুনি কয়েকজন  একটা ছেলেকে ট্যাক্সিতে জোর করে তুলে নিয়ে যাচ্ছে,আর ছেলেটি 'বাঁচাও বাঁচাও' করে চিৎকার করছে।কিন্তু কেউই সাহস করে বাঁচাতে এল না।পরদিন তার  লাশ পাওয়া গেল গল্ফ ক্লাবের মাঠে।এই ছিল দস্তুর।

আমার বাবার এক প্রিয় রাজনৈতিক দাদা ছিলেন যিনি উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া অঞ্চলে কম্যুনিস্ট পার্টিতে খুবই সক্রিয় ছিলেন।একবার খবর এল,তিনি নিখোঁজ। তারপর তার খন্ড খন্ড দেহ পাওয়া মিলেছিল ওই হাড়োয়া অঞ্চলে।কিন্তু মুন্ডটি আর পাওয়া যায় নি।তারপর লাল পতাকায় মুড়ে সেই দেহ যেদিন আজাদগড়ের বাড়িতে এল প্রচন্ড ভীড় হয়েছিল ,কিন্তু মা সেদিন আমাকে সেই দৃশ্য দেখতে দেয় নি। আজও আমার এটি একটি আফশোষ,যে মা কেন আমাকে সে দিন ওই দৃশ্য দেখতে দিল না? আবার সেই পরিবারের এক দিদিকে জানি,যে প্রায় কুড়ি বছর পরে, যখন বামফ্রন্ট জমানা তখন পিতার পদাঙ্ক অনুসরণ করে ছুটেছিল ওই হাড়োয়ার গ্রামে কম্যুনিস্ট পার্টির কাজ করতে, পরে দলীয় কোন্দলে নির্মম মোহভঙ্গ হয়ে ফিরে আসে। কি স্বাভাবিকই না ছিল সে সময়ের এইসব ঘটনাগুলো?

মনে পড়ে সেই বাহাত্তরের বিধানসভা নির্বাচন,-- আমার তো তখন আট বছর বয়স।দেখলাম বাড়িতে মা বাবার চাপা স্বরে অনুযোগ,--
'ভোট দেওয়া হল না,'--
আগেই নাকি সবার ভোট পড়ে গিয়েছিল সেইবার।তারপর একদিন দোতলার ছাদ থেকে দেখেছিলাম এক গৌরবর্ণ ধবধবে সাদা ধুতি পাঞ্জাবী পরিহিত সিদ্ধার্থ রায় হাত নাড়াচ্ছেন বিপুল হর্ষধ্বনিতে, মুখে বিজয়ীর চওড়া হাসি।চলল তাঁর সরকার আরও কয়েক বছর।

সাতাত্তরে কেন্দ্রে জনতা সরকার।আর বঙ্গে আবার বিধানসভা নির্বাচন।একদিন রাত দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের বাড়ির কড়া নাড়ল কেউ।বাবা দরজা খুলে দেখেন, বামপন্থী নেতা প্রশান্ত শুর এবং কয়েকজন।ওরকম লুকিয়ে ভোটের প্রচারে এসেছেন।সি পি এম পার্টির টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী তিনি।পরে বামফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।

আবার বিরাশি সালের নির্বাচনের আগে একদিন হঠাৎ প্রকাশ্য দিবালোকে একটি ছেলেকে কয়েকজন খুন করে গেল গান্ধী কলোনী অঞ্চলে।আমরা দুর থেকে ঝামেলা দেখে পালালাম।পরদিনের কাগজ জানাল,_
''কংগ্রেস সিপিএমের সংঘর্ষে মৃত্যু,'

সেই 'ঘরে বাইরে'র ব্রিটিশ যুগ থেকে আজ পর্যন্ত ,-- বাঙালিকে সহজেই 'ভাগ কর আর শাসন কর' পদ্ধতিতে বাগে আনা যায়।
রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি কিনা ,অথবা নেতাজী তোজোর কুকুরের কিনা অথবা হাল আমলের রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত না নেতাজীর ভার্সান----বাঙালির আইকনদের নিয়ে বিতর্ক উস্কে দিতে কিছু লোক সবসময় তৎপর।আর বাঙালিও আবার সেই দলে, উপদলে দলাদলিতে জড়িয়ে পড়েছে অবিরত। 

এ লড়াই থামার নয়,কিছু লোকের লড়িয়ে দিয়েই তো ফায়দা!!
তাই তো বিভিন্ন দলের উপদলের বিভিন্ন রঙে আজ রাঙিয়ে নেওয়ার মন্ত্র পেয়ে বসেছে বাঙালিকে।
আবার আজ নির্বাচন সমাসন্ন, তাই আজ বাঙালি দল,উপদল,দলবদল,ঘাত প্রতিঘাতে জর্জরিত।প্রায় প্রতিদিনই হানাহানির খবর আসছে।
----'আসছে ভোটের মাস,
মন তাই ভাবছে কি হয়, কি হয়,
কি জানি কি হয়?'

----------
 



সুদীপ দাশ
১৪, মেটাল বক্স হাউসিং এস্টেট
বাঁশদ্রোনী, কলকাতা-৭০০০৭০

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত