কবিতা ।। অন্য বসন্ত ।। সেখ মেহেবুব রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। অন্য বসন্ত ।। সেখ মেহেবুব রহমান



অন্য বসন্ত

সেখ মেহেবুব রহমান 

ভোট রাজনীতির উত্তপ্ত আবহে 
এক অচেনা অজানা বসন্তের ছবি আঁকি।
না, রঙ তুলি নিয়ে বড়ো কোনো ক্যানভাসে নয়
বসন্তের অপরূপ স্নিগ্ধতা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পরা কোনো এক হতভাগ্যের হৃদয়ে।
কতটাই না মূর্খ সে-
গণতান্ত্রিক উৎসবে মেতে ওঠা বাঙালির জীবনে আজ কি বসন্তের প্রীতি পাওয়া যায়?
যায় না, কখনই যায় না।
আজ যে তারা আমরা ওরার খেলায় মেতেছে
ছড়িয়েছে বিষ বাষ্প
সৃষ্টি করেছে অন্য বসন্ত।

শুনেছি, ঊষা কলে সে হতভাগা নাকি কান উঁচিয়ে কিছু শুনতে ব্যাকুল থাকে,
মনে পড়ছে না, আমিও শুনতাম, আপনিও শুনেছেন-
একটু ভাবি, হ্যাঁ মনে পড়েছে-
কোকিলের কুহু কলতান, ভুলতেই বসেছি সেই মধুরতা।
এতে আমাদেরই বা দোষ কোথায়
আজ যে আর কুহু ডাকে বসন্তের ভোর আসে না।
ঘুম ভাঙে- মাইকে দিক ফাটা আওয়াজে নেতা নেত্রীর মিথ্যা প্রতিশ্রুতি
আর পারস্পরিক আক্রমনের কদর্য শব্দমালা কানে নিয়ে।
গান প্রেমী বাঙালি এসবের প্রতিবাদ ভুলে গেছে
মিথ্যায় নিজেকে মুড়ে আজ সেও অন্য বসন্তের শরিক হয়েছে।

দুদিন আগে দেখেছি, সে হতভাগা রামধনু রঙে নিজেকে রাঙিয়ে রাস্তায় নেমেছে
ছড়িয়ে দিয়েছে বাহারী আবির দিগন্ত রাঙাতে।
কিন্তু হায়! সকলে তারে সমানে গ্রহণ করেনি
কিছু বিশেষ রঙে কেউ দিয়েছে প্রেমের গোলাপ
কেউ বা আবার সেই গোলাপের কাঁটা!
ক্ষত বিক্ষত হয়েছে তার হৃদয়
বিষিয়েছে প্রেম ছড়ানোর পথ।
এখন ভাবি- রঙেরও বুঝি আমরা ওরা হয়, হয়তো...
কূটনীতির জাঁতাকলে এভাবেই পিষে মরে মানব ঐকতা
রচিত হয় অকাঙ্খিত বিষাদময় অন্য বসন্ত।

কষ্ট হয় সে হতভাগার জন্য
সেই নির্বোধ নিষ্পাপ মুখ পানে চেয়ে,
আমরা কি সত্যিই পারিনা একত্রে মিলিত হয়ে ভোরে কোকিলের কলতান শুনতে
আমরা কি পারিনা আমরা ওরা ভুলে সপ্তবর্ণে নিজেদের রাঙাতে
আমরা কি পারিনা হৃদয় মধ্যস্থ কংক্রিট সম রাজনীতির দুর্ভেদ্য দেওয়াল ভেঙে দিতে।
হয়তো পারি, স্বার্থ ভুলে এগিয়ে এলে হয়তো সম্ভব।
বসন্তের বিদায় ক্ষণেও সেই প্রত্যয়ে বেঁচে আছে সেই হতভাগা
এবার কিন্তু আমাদের সম্মিলিত হওয়ার পালা।

========================



সেখ মেহেবুব রহমান
গ্রাম- বড়মশাগড়িয়া 
ডাকঘর- রসুলপুর
থানা- মেমারী
জেলা- পূর্ব বর্ধমান
রাজ্য- পশ্চিমবঙ্গ
ডাকঘর সংখ্যা- ৭১৩১৫১

No comments:

Post a Comment