সাইফুল ইসলাম
ভোট এলো,দোর খোলো
ভোটারগণ জাগোরে,
দরজা খুলে দেখো চেয়ে
নেতা করজোড়ে।
মায়ের কোলে ল্যাংটা শিশু
কাঁদছে ক্ষিধের জ্বালায়,
নেতা তারে করছে আদর
ভোট বড় বালাই।
ডুমুরের ফুল নেতা আমার
আজকে মহান যীশু,
মায়ের থেকে নিচ্ছে কেড়ে
নাক ঝড়া এক শিশু।
আজকে দেখে হচ্ছে মনে
ইনিই মাসি-পিসি,
ভাবটা যেন,মায়ের চেয়ে
মাসির দরদ বেশী।
জন্ম থেকেই রোগা পাতলা
আমিরুদ্দিন খুড়ো,
তিরিশ বছর বয়স হলেও
আদ্যিকালের বুড়ো।
নেতা গিয়ে সাথীরে কয়
খোল ডাইরির পাতা,
ভোটটা গেলেই দেবই দেব
খুড়োর বার্ধ্যক্য ভাতা।
কেহ পাবে বসত বাড়ি
কেহ বা কলের জল,
ভোটের পরে ফুড়ুৎ হলেও
হারিয়ো না মনোবল।
আবার নেতা আসবে ফিরে
পাঁচটা বছর বাদে,
তখন তোমায় সপরিবারে
নিয়ে যাবে চাঁদে।
তোমাদের নেই ছলচাতুরী
এটা ওদের জানা,
ভুরি ভুরি মিথ্যা শিখে
দিচ্ছে দরজায় হানা।
======================>
সাইফুল ইসলাম
বর্দ্ধনপাড়া,পঞ্চহর,বীরভূম
No comments:
Post a Comment