কবিতা ।। রঙের খেলা ।। তরুণ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। রঙের খেলা ।। তরুণ মান্না

 

রঙের খেলা 

                  তরুণ মান্না 



সবার অগোচরে নিঃশব্দে ঘরে ঘরে 
ঢুকে পড়েছে এক বিষাক্ত সরীসৃপ 
দংশনে শরীর রঙিন 
হৃদয়ে ঢেলে দেয় বিষ
বিভেদ শত্রুতা
রক্তনদী...

একদিন হাতে হাত 
কাঁধে কাঁধ 
একাই ঠোঙায় দুটি হাত 
একই সিগারেটে সুখটান
হাসপাতালে রাত্রি জাগরণ 
বন্ধুর পথে বন্ধু দুজন।

আজ মুখ ঘুরিয়ে দুদিকে
চোখেমুখে উপচানো থুঃ
ছুরিতে শান
দুজনারই ফুসফুস ভরা বারুদ বাতাস
পাতে বদান্যতার মোটা চালের ভাত 
অকস্মাৎ অন্ধকার ডাকে তৃষিত প্রদীপ 
দুজনারই শরীর রঙে মাখামাখি 
পৃথক পৃথক...
 
              ---------------------------------
 
TarunManna.
Vill : Khandalia.
P.O. : Kalatalahat. 
Dist : South 24parganas.
PIN : 743504.
M.NO. : 9732035536/9851648323.

No comments:

Post a Comment