কবিতা।। রঙের খেলা ।। নীলমাধব প্রামাণিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা।। রঙের খেলা ।। নীলমাধব প্রামাণিক

 

 রঙের খেলা 

      নীলমাধব প্রামাণিক 


চারদিকে তে রঙের খেলায় 
বদলে গেছে ভোল, 
রঙ ফোটালো শিমুল পলাশ 
রঙিন হলো দোল  ।

বর্ষ শেষের মন মাতানো 
এমন ফাগুন কালে, 
কে যেন এই প্রকৃতিতে 
অজস্র রঙ ঢালে  ।

রঙ ছড়ানো চারিদিকে 
নানান ফুলে ফুলে, 
রঙের ছোঁয়ায় হৃদয় ও মন
সত্যি ওঠে দুলে ।

মনে মনে রঙ ধরানোর 
এ কারসাজি কার, 
জানিনা ঠিক তাই এখানে 
নিচ্ছি মেনে হার  ।
 
=============
 



           ঠিকানা 
নাম -নীলমাধব প্রামাণিক, মাধবনগর
ডাক -পূর্ব চাঁদপুর, মন্দির বাজার 
দক্ষিণ 24 পরগনা 
পিন কোড -743336 
পশ্চিমবঙ্গ,    ভারত 

No comments:

Post a Comment