কবিতা ।। বসন্ত এলে ।। মানস চক্রবর্ত্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। বসন্ত এলে ।। মানস চক্রবর্ত্তী



বসন্ত এলে 

মানস চক্রবর্ত্তী 


বসন্ত এলে মনে পড়ে 
জঙ্গলের দিনরাত্রি , 
মনে পড়ে আমিও প্রেমিক ছিলাম 
স্পর্শের অনুভূতি তোমাকে দিয়েছিলাম | 

বসন্ত এলে মনে পড়ে 
হলুদ বিকেলে গোধূলি স্নান 
পলাশের ডালে লিখে রাখা তোমার নাম |  

বসন্ত এলে মনে পড়ে 
ফাগুনের মাস একদিন ছিল বারোমাস 
একদিন ছিল কবিতার চাষবাস 
রাত্রিবেলায় ছিল পাশাপাশি বসবাস | 

এখন ফাগুনের মাসে শুধু মনে আসে 
মানুষের দেশে , মানুষের বেশে 
আমি কি ফিরব অবশেষে ? 
-------------------------------------
 
 
মানস চক্রবর্ত্তী 
সাহাপুর , নিকুঞ্জপুর , বাঁকুড়া 
মোবাইল : ৯০৬৪৪৬৮৫৭০

No comments:

Post a Comment