Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

বসন্ত উৎসব ।। অঞ্জনা গোড়িয়া


 

বসন্ত উৎসব 

অঞ্জনা গোড়িয়া



বসন্ত উৎসব!  এই নাম টা  আমাদের খুব পরিচিত। বসন্ত উৎসব মানেই  শান্তিনিকেতন আর শান্তিনিকেতন  মানেই  বসন্ত উৎসব।  এত দিন খবরে কাগজে  টিভি সংবাদে দেখে আসছি শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা।  শুনে আসছি মানুষের  মুখে মুখে।  তখনও  কচিমনে   ইচ্ছে  করত একবার ঘুরে  আসতে। রবি ঠাকুরের  শান্তিনিকেতনে। বসন্ত উৎসবে। আবীরের উৎসবে।  ভালোবাসার উৎসবে। 
কিন্তু ইচ্ছে   থাকলেও   কখনো যাওয়া  হয় নি।  ইচ্ছে  থাকলেও    সূচনা করতে    পারিনি। এমন ই এক উৎসবের আয়োজন করা হলো  এই বছর।  পেরেছি।  হ্যাঁ গো। ঠিক ই বলছি। এক বছর ধরে করোনা পরিস্থিতিতে  মানুষের মনে সুখ সাধ আনন্দ বিষাদে পরিনত হয়েছে। যদিও এখনো  আমরা করোনার আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারিনি।  তবু কিছু টা সময়  চেয়ে নিলাম একটু অন্যভাবে  কাটাতে।
নবযুগের সূচনা  করতে। 
আমার এক ছোট্ট  বোন এই গাঁয়ের ই বউ প্রীতি  যখন বলল,এমন ই এক উৎসবের কথা। মনটা আনন্দে নেচে উঠল। বাড়িয়ে দিলাম হাত। নিঃসংকোচে। এগিয়ে এলাম দু-পা বাড়িয়ে। 
 এ হাত আর ছাড়বো না। চলবে এমনই  সুন্দর  উৎসব  আমাদের ভালোবাসার গ্রামে।  ভালোবাসার রঙ ছড়িয়ে  দিতে।
এই গ্রামের মেয়েদের বউদের  মধ্যে   যে এত প্রতিভা লুকিয়ে আছে  তার বহিঃপ্রকাশ  ঘটলো  আমাদের এই বসন্ত উৎসবে।
 লুকিয়ে থাকা শিল্পীস্বত্তা প্রকাশ পেল এই বসন্ত উৎসবে।
যে মেয়েটা কোনো দিন  নাচ করেনি।যে মেয়েটা  ঘরের কোণে  লুকিয়ে থাকে। ভয়ে সংকোচে।  যে বউটা সংসার জালে জড়িয়ে ভুলে গেছে সাজতে। ভুলে গেছে হাসতে।  আজ তাদের মুখে  হাসি। সবাই সব লজ্জা ছেড়ে সুন্দর করে  সেজেগুজে  হাজির।  খোঁপায় গুজে চন্দ্রমল্লিকা  ফুল। পলাশ ফুল যদিও  বসন্তের ফুল। সবাই খোঁপায় গুজে  বসন্ত যাপন করলে গাছ গুলো  ই প্রাণহীন হয়ে যাবে।  তাই পলাশ শিমূল  গাছে ই   থাকুক। পরিবেশ টা সুন্দর করে  রাখুক।
হলুদ শাড়িতে টুকটুকে হয়ে এসেছে আবীর হাতে।
সবার পায়ের তালে তালে  কেঁপে উঠলো  দিঘির জল। গাছের পাতা উঠলো  থরথরিয়ে।পাখিরা গেহে উঠলো  গান। আর রাস্তার দুপাশে পথচারীরা  ফোন হাতে লাইফ ভিডিও কিংবা ফোটো তুলতে ভীড়  করে  দাঁড়িয়ে। দোকানদারভাই হাঁ করে  চেয়ে তাদের ই বাড়ির মেয়ের দিকে। অবাক দৃষ্টিতে।  
আকাশে বাতাসে বইছে রঙিন হাওয়া।  এ এক নতুন বসন্তের সূচনা হলো।  
নৃত্যের তালে তালে  এগিয়ে  চলল আমাদের মেয়েরা। ছেলেরা ও এগিয়ে  এসেছে সহযোগিতায়।কারোর যাতে কোনো  অসুবিধা  না হয়। হাতে হাতে তুলে দিচ্ছে জলের বোতল।  রাখা হয়েছে  ছোলা বাতাসা আর বিশুদ্ধ পানীয়।
ছেলেরা ও লাল পাঞ্জাবিতে সজ্জিত। 
 গ্রামের বয়স্করা ফোঁকলা দাঁতে একঝলক  হেসে বলল , এটা আমাদের সেই গ্রাম। এত মেয়ে এ গ্রামে?  এত সুন্দর  নাচতে পারে? অবাক দৃষ্টিতে তাকিয়ে। 
   অন্ধকারের মাঝে একটু আলোর সন্ধান  পেল।   
গাঁয়ের বধূরা আজ আর কোনো বাধা মানবে না গাঁয়ের বউরা।এত দিন পর ফিরে পেল তাদের ছোট বেলাটা।একটু দোল খেলার সুযোগ। 
 তাই আজ আর কেউ  রুখতে  পারবে না। আজ তারা আবিরে রাঙাবে ই। খুশিতে  মাতবেই। হাসিতে লুটোপুটি করবেই।
এই আমাদের গ্রাম। মনের দুঃখ কষ্ট বেদনা বিরহ সব এক নিমেষে মুছে ফেলে আনন্দ উৎসবে এগিয়ে এলো সবাই। এ যেন এক স্বর্গসুখ। আমি খুব সাধারণ এক গাঁয়ের বধূ। স্বপ্ন দেখি হাজার।স্বপ্ন দেখতে ও ভালোবাসি।
 স্বপ্ন নাকি সত্যি হয় না? কে বলেছে? সব স্বপ্ন ই সত্যি হয়। যদি অন্তর থেকে  দেখি। তার ই একটা  স্বপ্ন এই বসন্ত উৎসব। 
একটা দিন আমরা মেয়েরা বউরা পুরুষরা একতালে হাঁটলাম। নাচলাম।গাইলাম।রঙ মাখলাম। আরও  আরও  ভালোবাসলাম।  হাতে মুখে রং মেখে  রঙিন হাওয়ায় মেতে উঠলাম। চেনা অচেনার বাধন গেল খুলে। মুক্ত বাতাসে স্বাধীনতার ঘোষণা। আমরা পেরেছি। আমরা হেসেছি।আমরা নেচেছি।আমরা গেহেছি। আমরা রং মেখেছি।
আমরা সবাই পেরেছি। 
দোল খেলা হোলি খেলা মানে ই একদল মাতালের মাতলামো নয়। শুধু একটা নিছক ই  ছুটি  নয়।
ডিজে  পিকনিক হুইস্কির ফোয়ারা নয়।  পিচকারি আর বাদুড়ে রঙের জ্বালাময় বেদনা নয়। 
বসন্ত উৎসব নিয়ে এল একরাশ শুভেচ্ছা আর রঙিন ভালোবাসা। আমি তো আছি ই। তোমরাও থেকো কিন্তু।  আর নয় পিছিয়ে  থাকার। এসো সবার হাত ধরি। এগিয়ে  যাই সম্মুখে।খুশি আর শান্তির বার্তা দিতে।
রবিঠাকুরের ভাষায়  বলতে হয়, "ওরে গৃহবাসী খোল দ্বার খোল। লাগলো যে দোল। "
এভাবেই  প্রতিটি  গ্রামে  শহরে  সর্বত্র ই বসন্ত উৎসবে একটা দিন  মেতে উঠুক প্রতিটি মানুষ।  আনন্দ খুঁজে পাক মনপ্রাণ। প্রতিটি  গ্রাম হয়ে উঠুক শান্তিনিকেতন। 
সবাই  এগিয়ে এসো এই উৎসবে।  একটা সুন্দর  শান্তিময় পৃথিবী  গড়ে তুলি। এসো স্বপ্ন দেখতে শিখি।স্বপ্ন দেখাতে শিখি।
একদিন স্বপ্ন  সত্যি হবে ই।
 
=====================

অঞ্জনা গোড়িয়া 
থানা -ফলতা
 গ্রাম-- দিঘিরপাড় 
দক্ষিণ ২৪ পরগণা
 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত