Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গল্প ।। লাগলো যে দোল ।। অঙ্কিতা পাল


 

লাগলো যে দোল

 অঙ্কিতা পাল 

 

"নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো,
বসন্তে সৌরভের শিখা জাগলো।"
                            ---- রবীন্দ্রনাথ ঠাকুর 

 
  আজ রঙের উৎসব দোল, আকাশে বাতাসে আনন্দে সুর। সবাই দল বেধে দোল উৎসবে মেতে উঠেছে। দোল মানেই বাঙালি মনের রঙের আবেশ। মেয়েদের পরনে বাসন্তী রঙের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। শ্যামবাজারের বসু পরিবার এর ব্যতিক্রম নয়, এই বসু পরিবারের মেয়ে নলিনী বসু নৃত্যে গীতে ভরিয়ে রেখেছে তাদের বসন্ত উৎসবকে। আজ সে সকলের মধ্যমণি, কতো দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে এসেছে তাকে দেখতে । সে তার পরিবারের লোকজন বন্ধু-বান্ধব ও পাড়াপড়শি দের নিয়ে দোল উৎসবে ব্যস্ত।
এমন সময় এক লাল গাড়ি থেকে নেমে এলেন এক যুবক, দেখলে মনে হয় খুব উচ্চ শিক্ষিত ও প্রভাবশালী।  তিনি নলিনীদের সাথে রং খেলায় সুন্দর ভাবে মিশে গেছেন। সেই সকাল থেকে রং খেলা যে কখন সন্ধ্যায় শেষ হলো বোঝা গেলো না, কেমন করে সময় যে জলের মতো পার হয়ে গেল!
রং খেলার অন্তিম লগ্নে এসে সেই ব্যক্তি হঠাৎই নলিনীকে প্রশ্ন করেন - ম্যাডাম, আপনি খুব সুন্দর গান করেন,  আপনার নৃত্যানুষ্ঠান  আমাকে মুগ্ধ করেছে।

 নলিনী মৃদু হেসে বলে - ধন্যবাদ।

 অপরিচিত আগন্তুক আবার তাকে প্রশ্ন করেন - আপনার পরিচয়টা কি জানতে পারি?

এবার অবাক হয়ে নলিনী বলে- কেন বলুন তো? 

তিনি এবার উচ্চকণ্ঠে হা হা করে হেসে বলে উঠেন-  আপনি আমাকে চেনতে পারেননি না? হয়তো ভুলে গেছেন। আপনিই তো নলিনী বসু? Am i right?

 বিস্মিত নলিনী  সাময়িক তার বিস্ময়ের ভাব কাটিয়ে কৌতুহলী হয়ে বলে - হ্যাঁ, কিন্তু আপনার পরিচয়?  একটা হাঁফ ছেড়ে তিনি এবার বলেন- যাক বাবা, যা ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলেন! তারপর খানিক থেমে কোন ভুমিকা না করে দু'হাত বুকের কাছে জড় করে নমস্কার জানিয়ে বলেন-  আমার নাম ডঃ কৌশিক দত্ত। বাবা কমলেশ দত্ত। 

নলিনী মুচকি হেসে বলে - ও... আচ্ছা ...আচ্ছা ...আপনিই তাহলে কমলেশ আঙ্কেলের ছেলে! আসুন আসুন ...

নলিনী কৌশিককে তাদের বাড়ীতে নিয়ে আসে এবং সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। কৌশিককে পেয়ে বসু বাড়ির লোক খুব খুশি হয়। 

  এরপর সন্ধ্যায় গড়িয়ে রাত্রি নামে। যে যার ঘরে শুয়ে পরে। কিন্তু নলিনী ঘুমায় না সে ছাদে একাকী দাঁড়িয়ে পূর্ণিমার গোল চাঁদটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এক থালা লাল আবির নিয়ে কৌশিক এসে তাকে রঙ মাখিয়ে দিয়ে বলে - তুমি কি আমার জন্যই অপেক্ষা করছ?  নলিনী সত্যিই তার জন্য অপেক্ষা করছিল, কারন সে ছোটবেলা থেকে কৌশিককে খুব ভালোবাসতো।
নলিনী কৌশিকের কথায় কোন উত্তর না দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখের দিকে। এই পূর্ণিমা স্নিগ্ধ চাঁদটা তাদের ভালোবাসাকে আরো রঙিন করে দেয়। কখন যে পূর্ণিমার গোল চাঁদ ডুবে গিয়ে নতুন সূর্যের আলো ফুটে উঠল, তারা বুঝতেই পারলো না। 

ভোরের কোকিলের সুমিষ্ট কলতান তাদের ভালোবাসার সাক্ষী রয়ে যায়।

-------------------------------- 

অঙ্কিতা পাল 

 কালিকাপুর , ভাঙ্গড়
 দক্ষিণ ২৪ পরগনা ।





Sent from my Samsung Galaxy smartphone.

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত