কবিতা ।। চিরবসন্ত ।। বিকাশ আদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। চিরবসন্ত ।। বিকাশ আদক



চিরবসন্ত

বিকাশ আদক 


ত্রিশটা বছর পার হলাম।
শুভময়ের কথা বড্ড মনে পড়ে এসময়।
শালডাঙার স্কুল মাঠের পরে রোজ বিকেলে
আমার জন্য আনতো একরাশ পলাশ।
খোঁপা ভরে পরিয়ে দিত খুব যত্ন করে,
খুব খুশি হতাম, তাই বাধা দিতাম না কখনো।
ওর দু'চোখে তখন ফাগুনের আঁচ,
আমার বসন্ত বানভাসি। 
আঙুল ছুঁয়ে কখন যে বনবীথি শেষ হত 
জীবনানন্দের শূন্যতায়...
শুভময় কখন যে মন ছুঁয়ে গেছে---!
গীতবিতানের প্রতিটি পাতা জুড়ে ছুঁয়ে দেখি
ওর সবকিছুকে আজ। 
সপ্তসুরে মন কথা বলে, কথা বলে জীবন।
কালবৈশাখীর এক অশান্ত দিনে, চারিধার ঘন আঁধার
বহুদূরে গেলে চলে...
বৃষ্টিস্নাত শান্ত সকালে যখন তোমায় পাব বলে 
সব খুশিকে পেছনে রেখে পা বাড়ালাম,
আমার সমস্ত পথ জুড়ে পড়ে আছে
ছিন্নভিন্ন রক্তাক্ত পলাশ।
এক একটা কুড়াতে কুড়াতে এগিয়ে চলেছি
আজও বনবীথি ধরে...
বসন্তের সব রঙ মেখে, তোমার পলাশে-
আজ আমার প্রতিটা দিন তোমার রঙে রাঙিয়ে দেওয়া দোল, 
শুভময়, তুমি আর বসন্ত এখন আমার অনন্য খুশি।
 
____________________





No comments:

Post a Comment