কবিতা ।। গনতন্ত্রের মহোৎসব ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। গনতন্ত্রের মহোৎসব ।। বদ্রীনাথ পাল



             গনতন্ত্রের মহোৎসব

                 বদ্রীনাথ পাল


গনতন্ত্রের মহোৎসবে আমরা সামিল সব--
ভোটের বাজার গরম,শুনি তাইতো কলরব।
মন্ত্রী নেতার হয় না তো আর খেয়ে শুয়ে ঘুম--
ভোট-ভিখারি সাজার দেখি তাই লেগেছে ধুম্।

দিকে দিকে ছুটছে দেখি প্রতিশ্রুতির বান--
সেই ধাক্কায় বাধার প্রাচীর হচ্ছে যে খান্ খান্।
বলছে সবাই " করবো ভালো, দাও আমাকে ভোট"--
ভাবছি আমি, তবে কেন পাকাও এতো ঘোঁট !

ইচ্ছে যদি জনসেবার, কেন রক্তপাত-
কেন এতো আগুন জ্বলে, কার সেখানে হাত ?
শান্তি প্রিয় মানুষ মরে,কেন পুড়ে ঘর-
দিকে দিকে কেন তবে এতো আপন-পর ?

বন্ধ করো এ রক্তপাত, শুদ্ধ মানব বোধ--
জাগ্ৰত হোক সবার মাঝে, হোক কণ্ঠ রোধ--
বিভেদকামী মানুষ গুলোর ! জেনে রেখো ভাই--
এ দেশটাকে গড়তে সবার এগিয়ে আসা চাই।
-----------------------------------------------------------------
      বদ্রীনাথ পাল
বাবিরডি, পোষ্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া
৭২৩১২১, ফোন-হোয়াট্স আপ-৮১৫৯০৭৬৫৪৮
-----------------------------------------------------------------

No comments:

Post a Comment