কবিতা ।। বাসন্তী রঙে দুয়ারে দাঁড়িয়ে ।। আব্দুর রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। বাসন্তী রঙে দুয়ারে দাঁড়িয়ে ।। আব্দুর রহমান



বাসন্তী রঙে দুয়ারে দাঁড়িয়ে

আব্দুর রহমান


মিষ্টি মেয়ে বাসন্তী রঙে দুয়ারে দাঁড়িয়ে
 চোখের আলোয় জলের গান নিবিড় 
লাল হলুদ সবুজ নীল ফুলের নির্যাস 
বসন্ত নেমে এসেছে শরীরে আগুন মনে
পলাশ টগর আম লিচু বনে 
খেলা করে মন বিরহ বিলাস নয় 
সম্ভোগী চেতনায় ঋতুরাজ 
করে চলেছে খনন রাগ
বলো,  আজ হাতে তুলে নিই
বাসন্তী ভালোবাসার বীজগণিত
ওই মেয়েটির রঙ ছোপা মুখ বিরল হাসি
ওই ছেলেটির চোখে মুখে কপালে গালে  
চাঁদের বুকে চাঁদ মাখা মাখির স্বপ্ন
দেখ , রাস্তায় দাঁড়িয়ে আছে রঙিন ফুল সাজ
বসন্ত উৎসবে রূপান্তরিত  যৌবনের ছায়ায় 
জানলা খুলে দমকা হাওয়া ভবনের সম্পৃক্ততা
 
                 ******
 
       আব্দুর রহমান
গ্রাম-আলতাবরতলা
পোঃ - ভগবানগোলা
জেলা - মুর্শিদাবাদ
 পিন ৭৪২১৩৫
মোবাইল নং ৮২৫০৭৮৮০৩৫

No comments:

Post a Comment