রঙ মহল
সুনন্দ মন্ডল
রঙের ছোঁয়ায় জুড়ায় প্রাণ
তপ্ত বুকের ঘরে।
তোমার নুপূর বাজলে পায়ে
মনটা নেচে মরে।
দুঃখগুলো দূর হটে যায়
তোমার হাসির রেখায়।
তোমার হাতে রঙ উঠলে
গালটা ভরে হোলির আভায়।
তোমার আকাশ সরে গেছে
কবেই তুমি হলে তারা।
রংমহলটা শূন্য আজি
নিঃস্ব, চারিপাশে বেড়া।
যা হলো তা, ভোলা যায় না
শুধুই ভাসে চোখে জল।
মনটা ভেঙে কোথায় গেলে
মানে না যে কোনোই ছল।
---------$---------
সুনন্দ মন্ডল
কাঠিয়া, পাইকর, বীরভূম
8637064029
No comments:
Post a Comment