Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

অণুগল্প : অঞ্জনা গোড়িয়া




কম্বল 


গায়ে একটা  ছেঁড়া  চাদর জড়ানো। মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে রাধা। রামবাবুর অপেক্ষায়।
রামবাবু খুব দয়ালু, উদার মনের মানুষ।  লোক মুখে তাই শুনে,  ছুটে এসেছে  রাধা।  গ্রামের এক কোণে  খড় কুটো আর তাল পাতার ছাউনি ঘেরা কুঁড়েঘরে  থাকে। মায়ে ঝিয়ে কোনো  মতে মাথা গোজার ঠাঁই । বিছানা  বলতে একটা  ছ্যাঁদলা তার ওপর  ছেঁড়া  কাঁথা। সামনে ই শীত আসছে। গায়ে দেওয়ার মতো  কিছু নেই। খবরটা  শুনেই  মায়ে ঝিয়ে  ছুটে  এসেছে।
 গরীব  দুস্থদের  নাকি পাড়ার ক্লাব থেকে  কম্বল দেওয়া  হচ্ছে।  সেই সঙ্গে  শীতের চাদর।  কম্বল টা পেলে মেয়েটা নিশ্চিন্ত মনে  ঘুমাতে  পারবে। কনকনে  ঠান্ডায় কেমন  গুটিয়ে  শুয়ে থাকে। 
নিজের  কথা ভাবে না। রাধা কাপড়টা জড়িয়ে কোনো  ক্রমে ঢেকে রেখেছে সামনেটা।  শীতের পোশাক  বলতে ছেঁড়া  একটা  চাদর।  আগের বছর দত্তদের বাড়ি থেকে দিয়েছিল। তাই গায়ে ঢাকা দিয়ে  মেয়েটার  কোনো  রকম শীত কাটছে।
বড় গাড়িতে  বাড়ি ফিরছিল রামবাবু। হঠাৎ  ওদের দেখে  থমকে  গেল  গাড়ি। তারপর  আর কিছু  জানা যায় নি।  
সেই রাতে আর মায়ে ঝিয়েকে কেউ দেখল না গাঁয়ে। 
সবাই  অবাক। এমনি করে প্রতিরাতেই   রাধা  আর তার মেয়ে কোথায় যেন চলে যেত।
 কিছুদিন যেতে না যেতে ই রাধার ঘরে নতুন কম্বল নতুন চাদর। মেয়েটার জন্য নতুন সইডার। 
গাঁয়ের  মানুষ  খবর পেয়েছে  সামনেই বাড়ি তৈরি  করার টাকা ও সেন্সন হয়েছে।
 এই নিয়ে কানাকানি, ফিসফিসানি  চলতে ই থাকে। রাধা কোনো  কিছুই গায়ে মাখে না।  অন্ন বস্ত্র বাসস্থানের  অভাব দূর হলে আর কিসের ভাবনা?
আজ বুক ফুলিয়ে বলতে পারে রাধা , "আমি সব চেয়ে বেশি  সুখী"। 
 রাস্তা দিয়ে যখন  ফিরে আসে বাড়ি।গাঁয়ের কিছু  বউ মেয়ে মুচকি  মুচকি  হাসে।
গতর দিয়ে  যাহোক  রাধার বাড়িটা পাকা হলো। 
আমরাও যদি যেতাম, এমন কত কি হয়ে যেত।
 রাধা, কোনো  কথার উত্তর  দেয় না। 
 প্রতি  রাতেই মেয়েকে নিয়ে চলে আসে রামবাবুর বাড়ি।
 সাড়া পাড়া ঢি ঢি পড়ে গেল। শেষ  পর্যন্ত  কিনা রাধা, নিজের শরীর দিয়ে---- ছি ছি। 
 রাধার মুখে কথা নেই।  বাড়ি হলো।  শীতের চাদর  কম্বল পেল ক্লাব থেকে। 
একদিন রাতে পাড়ার লোক রাধাকে অনুসরণ  করল। কোথায় যায়? কি করে? হাতে নাতে ধরে কিছু  একটা  বিহিত  করতে হবে। গাঁয়ের  ইজ্জত  বলে কি কিছু নেই।
রামবাবু কে কিছু  বলার সাহস  ছিল না কারোর। ক্লাবের প্রেসিডেন্ট  ইনি।আবার সব থেকে ধনী লোক এই গাঁয়ের। 
গরীব  রাধাকেই কলঙ্কিনী  করা খুব  সোজা।
তারা সোজা এসে পৌঁছায়  রামবাবুর বেডরুমে । রাধাকে হাতে নাতে ধরতে।
এসে দেখে রাধা অসুস্থ  এক মহিলাকে  খাইয়ে  দিচ্ছে। যার দুটো  হাত ই অবশ।  পাদুটো ও নাড়তে পারে না।  রামবাবুর অসুস্থ  স্ত্রীর  দেখাশোনা  করতে ই রাধা রোজ রাতে  আসে। সেদিন প্রথম  দেখেই স্ত্রীর  কাছে নিয়ে গিয়ে ছিল রাধাকে। রাধাকে খুব পছন্দ  হয়ে যায় রামবাবুর স্ত্রীর।  সেদিন থেকেই  রাধা রাতের সেবিকা হিসাবে সেবা করে রামবাবুর স্ত্রীকে।   রাধা এখন খুব খুশি।  শীতের হাত থেকে  বাঁচতে পেয়েছে এক জোড়া কম্বল। রামবাবুর স্ত্রীর  অনুরোধে। 







জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল