Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

স্মৃতিকথানির্ভর ছোটোগল্প : উৎস ভট্টাচার্য



কল্পলোকের রোমাঞ্চরা


       ছোটোবেলার দিনগুলোর কথা ভাবলেই এক অবর্ণনীয় আনন্দে আমাদের মনটা ভরে যায়৷ ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসির রেখা নিজের অজান্তেই কখন যেন ফুটে ওঠে৷ ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর টুকরো স্মৃতিরা গতানুগতিক রোজনামচার মাঝেও এক ঝলক খুশির হাওয়া নিয়ে হাজির হয় মনকেমনের অলস দুপুরে, অথবা, ঘুম না আসা রাতের একাকিত্বে৷এমনই এক নিতান্তই অকিঞ্চিৎকর অথচ অমূল্য স্মৃতিকথার গল্পই হোক তবে আজ৷ আসুন সকলে! আজ আমরা পাড়ি দেবো কল্পলোকের রোমাঞ্চ সন্ধানে৷ 

   ছোটোবেলায় অনেক ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ও মনের ক্যানভাসে কল্পনার রঙ মিশে রোমাঞ্চকর হয়ে ওঠে—সকলের কাছে না হলেও সেই শিশুশিল্পীটির কাছে তো বটেই! ব্যক্তিগত একটি দু'টি উদাহরণ দিয়েই আজকের গল্পের মূলপর্বে আসছি৷ আমাদের পাড়ায় একটি বেশ পেল্লাই মাপের বাড়ি ছিলো—পোড়োবাড়ি! পাশেই তার একটা মস্ত পুকুর আর বাড়ি ও পুকুরের মাঝে বেশ বড় একটা বাগান৷ বহুদিন অযত্নে পড়ে থাকায় ঝোপঝাড় বাড়িটিকে অনেকাংশে গ্রাস করেছে, সারাগায়ে বটের চারা শিকড় ছড়িয়েছে; বাড়িটির অঙ্গপ্রত্যঙ্গে বার্ধক্যের জীর্ণতা স্পষ্ট৷ সেই ছেলেবেলার দিনগুলোতে আঁকার খাতায় ক্ষুদ্র পরিসরে অত বড় বাড়িটিকে ধরাতে পেরে মনে মনে বেশ পুলক অনুভব করতাম, এ কথা অস্বীকার করবো না; সাথে সাথেই  কল্পনাপ্রবণ শিশুমনে বাড়িটিকে ঘিরে নানারকম আধিভৌতিক গল্প ভেবে ভেবে নিজের মনেই রোমাঞ্চিত হতাম৷
   এইরকমই আর একটি রোমাঞ্চকর কল্পনার আশ্রয়স্হল ছিলো আমাদের প্রাইমারী স্কুলের একটি বিশেষ ঘর৷ দিদিমণিরা ভয় দেখাতেন, কেউ বেশি দুষ্টুমি করলে তাকে ঐ বিশেষ ঘরটাতে আটকে রাখবেন! আমাদের প্রাইমারী স্কুলটা আসলে একটি হাইস্কুলেরই একতলায় সকালের দিকে হত৷ ঐ ঘরটা ছিলো তিনতলায়৷ বায়োলজির প্র্যাক্টিকাল রুম হওয়ায় ঘরটায় ছিলো আস্ত একটা কঙ্কাল! আর ঐ কারণেই ঘরটি হয়ে উঠেছিলো শিশুমনের ভয়মিশ্রিত রোমাঞ্চবিলাসের অবলম্বন!

    যাক সেসব কথা৷ এবারে মূল কাহিনীটিতে আসা যাক৷ একবার আমরা হরিদ্বার-মুসৌরি-দেরাদুন বেড়াতে গেছি৷তখন আমার বয়স কত হবে? সাত কিমবা আট! ঘোরার পর ফেরবার সময় দেরাদুন স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছি সকলে; দেরাদুন-হাওড়া দুন এক্সপ্রেস স্টেশনে আসতে বাকী বেশ কিছুটা সময়৷অনেকক্ষণ বসে থাকতে বেশ বোর হচ্ছি৷ এমন সময় আরো একটি বাঙালী পরিবারের সাথে আলাপ  জমে উঠলো৷ ঐ পরিবারটিতে আমার প্রায় সমবয়সী একটি মেয়েও ছিলো৷ বাবা মায়েরা নিজেদের মধ্যে গল্পে মেতে উঠলেন আর আমিও একটি বন্ধু পেয়ে গেলাম৷ অপেক্ষার সময়টা বেশ ভালো ভাবে কাটতে লাগলো৷

     নানা রকম গল্প করতে করতে মেয়েটি অদ্ভুত কিছু কথা বলতে লাগলো৷ সে নাকি ছায়াছায়া কাদের কে যেন প্রায়ই তার চারপাশে দেখতে পায়, শুনতে পায় তাদের অস্পষ্ট ফিসফিস শব্দও৷ ওয়েটিং রুমটাতেও নাকি তাদের দেগতে পাচ্ছে! আমি অবশ্য তার ইঙ্গিত অনুসারে দৃষ্টিনিক্ষেপ করে কিছুই দেখতে পেলাম না! মাঝরাতে ঘুম ভেঙে গেলে ও নাকি দেখতে পায় ঘরের টুলটায় বসে আছে অচেনা একটা লোক৷ ওর দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হেসে ওঠে সে! সে হাসিতে কোনো শব্দ থাকে না, তবু নাকি ওর কানে তালা ধরে যায়, চোখ হয়ে যায় ঝাপসা! ওয়েটিং রুমের এ.সি.-র কারণে এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমার, তার মধ্যে ওর কথাগুলো শুনতে শুনতে গাটা কেমন যেন শিউরে উঠেছিলো—আজও বেশ মনে পড়ে!

    মেয়েটি বলতে থাকে৷বয়সের বিচারে বেশ গুছিয়ে কথা বলতে পারে মেয়েটি—ঐ বয়সে ওর কোনো কথা অবিশ্বাস করা কঠিন ছিলো সেই কারণেই৷
    ওরা নাকি একটা নতুন বাড়িতে উঠেছে বেশ কিছুদিন হলো৷ বাড়িটার চারপাশে অনেক গাছপালা! সেই সব গাছে নাকি অনেক বাদুড় ঝুলে থাকে৷ তারপর সে দেখায় তার চিবুকের নিচে গলার কাছটায় একটা সেলাই এর দাগ! সে সেটা ইঙ্গিত করে জানায় একদিন ঘুমের মাঝে বেশ যন্ত্রণা অনুভব করে সে জেগে উঠে দেখতে পায় গলার ক্ষতটা—বেশ রক্ত ঝরছিলো সেটা থেকে!

   রোমহর্ষক 'অভিজ্ঞতা'-র কাহিনী শুনতে শুনতে বড়দের ডাকে চমকে উঠলাম৷ আমাদের ট্রেনের সময় হয়ে এলো; বড়রা নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় সেরে নিলেন৷ আরো কত কথা বাকী থেকে গেলো, শোনা হলো না আমার কিছুক্ষণের বন্ধুটির থেকে! বিদায় জানিয়ে ট্রেনে উঠলাম৷

    রাতে ট্রেনের মধ্যে অস্বস্তিতে বারংবার ঘুম ভেঙে যেতে লাগলো; লাইট অফ করে সকলেই ঘুমাচ্ছে৷ একটা স্টেশনে ট্রেনটা থেমেছে, বাইরে থেকে হালকা আলো ঢুকছে; সেই আলোতে হঠাৎ চমকে উঠলাম— বার্থের পাশে, জানলার নিচে ওটা কী? ভিতরের দিকের দেওয়ালটায় হয়ত ক্রমাগত ঘষা লেগে, খানিকটা জায়গা ক্ষয়ে গেছে; সেইটা অনেকটা বাদুড়ের মত দেখতে লাগছে না? গলার কাছটায় কেমন ব্যাথা ব্যাথা করছে যেন! একটু ভিজে ভিজেও কি লাগছে? গলায় হাত দিয়ে দেখলাম, সত্যিই ভিজে—তবে রক্তে নয়, ঘামে!

**************      সমাপ্ত        ***************

নাম — উৎস ভট্টাচার্য   ঠিকানা — ১৬/৫৮৭ ৩নং ফিঙ্গাপাড়া(অরুণাচল),জেলা— উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, পিন নং— ৭৪৩১২৯; চলভাষ নম্বর/Whatzapp নম্বর—৯৫৯১০১৩৭৩৮;


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত