Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গদ্য : গৌর গোপাল সরকার



আধখানা দেওয়াল




ট্রেনে কালীঘাট থেকে রামপুরহাট আসছেন স্বামী কিনু শাসত্রী।  মাতৃসাধক, তান্ত্রি, বাক্ সিন্ধ পুরুষ। রামপুরহাটে নেমেছেন। সঙ্গে রহিত তার একমাত্র শিষ্য। অক্ষয়চন্দ্র সরকারের আন্তরিকতা কামনা করে টোটো গাড়ি করে তারাপীঠ।  শ্মশানে ঠাঁই নিলেন বামদেবের  সমাধির পাশে। গণক ঠাকুর মাঝে মাঝে ভক্ত আসে, হাত বা কপাল দেখে অনেক ভবিষ্যৎ বাণী করেন। বহু ভক্ত শিষ্য অবাক হয়ে যায়। খুব তাড়াতাড়ি নামছড়িয়ে পড়ে। অবাক হয়ে সবাই ভাবতে থাকে, কলি যুগের বামদের। শিষ্য বাড়ি আসা যাওয়া করে। জমে যায় তাঁর পশার। হটাৎ একদিন হাঁসন গ্রামে শিষ্য বাড়ি বেড়াতে আসে, শিষ্যদের মাঝে উপদেশ দিতে দিতে হটাৎ বলে, আমার তারাপীঠ আশ্রমে আগুন ধরে গেছে।  সত্যি দেখা যায়, তার আশ্রমে আগুন লেগেছে। বাবা কে ভক্তি শ্রদ্ধা দিয়ে  অম্লান মাস্টারের বৌ নিমন্ত্রণ করে।ভাতের ভিতর সব তরিতরকারিমাংস ভরে খাবার পরিবেশন করে। তিনি বলেন,আমি বাক্ সিন্ধ, আমাকে অপমান করা হচ্ছে। তখন মাস্টার মহাশয়ের বৌ বলেন, আপনি ধ্যানে,তারাপীঠ আশ্রমে আগুন লেগেছে বলতে পারছেন, আর এই সহজ সতসত্যটা বুঝতে পারছেন না, সব ভাতের ভিতর ভরা আছে।
বাবার মাথা নিচু হয়ে যায়।
সে কোনো রকমে সেখান থেকে পালা

সাধু মানুষের কথা আলাদা। কলি যুগে সাধু সমাজে নয়, সাধারণ সমাজের এর অভাব নেই। এদের কোনো জাত বা ধর্ম নেই। মানবতা কোন্ তলানিতে ঠেকেছে?
এক গরীব ভদ্রলোক তার মেয়ের জন্ম দিনে বহুভদ্রলোক কে নিমন্ত্রণ করেছিলেন। খাবার মেনুতে সব কিছুর সঙ্গে আইসক্রিম আছে। আমিও নিমন্ত্রিত ছিলাম। একজন করে লোক একটি করে আইসক্রিম নিয়ে পাশে একজন লাল শাড়ি পরা সুন্দরী সবাইকে কপালে একটি করে সিঁদুর দিয়ে তবে একে একে চলে যাচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, দাদা, আপনাদের অতিথি পরায়ণতা খুব সুন্দর। বিষয় তো কোথাও দেখিনি। আরে, মশাই বলেন কি? সব অতিথি টোতিথি বাদ দিন। সবাই চার-পাঁচটা  করে আইসক্রিম নিয়ে নিচ্ছে। তাই।

কলিযুগে আধখানা দেওয়ালনা আঁচালে বিশ্বাস নেই
-------------------------------------------------

গৌর গোপাল সরকার, নতুন হাসপাতাল পাড়া, রামপুরহাট বীর ভূম 
ফোন নং ৭৬০২৫০১১৪৮
ফোন নং ৮১০১৪৮৪২১৫

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত