Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

অণুগল্প -- সংঘমিত্রা সরকার কবিরাজ


অন্য স্নান


সকালবেলায় সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে গিয়েছি, হোটেলের রুম থেকেও দেখা যেতো.... কিন্তু সাগরের ধারে বালুচরে  অলস ভাবে ভোরের হাওয়া গায়ে লাগিয়ে সূর্য্যের ওম গায়ে মেখে সূর্যোদয় দেখার মজায়ই আলাদা। সমুদ্রের ছোট্ট ছোট্ট ঢেউগুলো এসে লুটোপুটি খাচ্ছিলো পায়ের কাছে , বন্ধুর  সাথে হাসি গল্পে দিব্যি জমে গিয়েছিলাম।
হঠাৎ চমক ভাঙলো 'মা' ডাকে । দেখি জীর্ণ শীর্ণ ধুতি পরা ভদ্রলোক সামনে দাঁড়িয়ে।আমার চশমাটা একটু ধরবে মা..... একটু  স্নান করবো ।হাতে তার ভাঙা ডাঁটি এক ঘসা চশমা। আমি প্রথমে কিছুটা অবাক হয়ে, স্মিত হেসে হাত বাড়িয়ে  চশমাটি নিলাম।
চশমাটি আমাকে দিয়ে ভদ্রলোক জলে নামলেন । তার চেয়ে বলা ভালো উত্তাল ঢেউগুলো তীরে এসে তার পায়ের কাছে সজোরে ভেঙে পড়ছিলো । যেন বলছিলো "তুমি এসছো , আমি  খুব খুশি হয়েছি।" একটু জল কিন্তু ঢেউ তো আছে।অল্প জলে প্রায় বালিতেই সে কি আনন্দের লুটোপুটি; বয়সটা যেন মনে হলো এক ধাক্কায় সত্তর থেকে সাত হয়ে গেছে। দেখতে দেখতে আমিও মাঝে মাঝে হেসে ফেলছিলুম। কিছুক্ষণ পর বললুম, জেঠু ঠান্ডা লাগবে ,সকালবেলা ,তাছাড়া ধুতিতে পা আটকালে বড় ঢেউ এলে বিপদ।ফোকলা দাঁতে সে কি এলগাল কান এঁটো করা হাসি... আমার মনে হলো আজ বোধহয় এতক্ষনে সত্যিকারের সূর্যোদয় হলো।মিনিট পনেরো পর তিনি উঠে এলেন ।গামছা অবধি নেই।ভিজে গায়ে হোটেলে ফিরবেন।বয়স্ক মানুষ ।দুরাবস্থা দেখে আশ্চর্য হলুম।বললুম , "সাথে কেউ আসে নি ? আপনি কি একাই এসেছেন?"
না গো মা ,একা নয়।ছেলে মেয়ে বৌমা জামাই নাতি সবাই এসেছে।বলে আবার হাসি।
"তাহলে একা স্নানে কেন এসেছেন?"
বারে!আমরা একটা কটেজে উঠেছি তো রান্নাবান্না সব নিজেদের ব্যবস্থায়।আমি হোটেলে ফিরে গিয়ে রান্না করার ব্যবস্থা করবো, তাই সকালে স্নান করে গেলাম।তাছাড়া নাতনি দুটো কাল খুব স্নান করেছে , ওরা খুবই ছোটো তাই বৌমা বললে ওদেরকে নিয়ে আজ আর স্নানে আসবে না, ঠান্ডা লেগে যেতে পারে।আমি গিয়ে ওদের ধরবো তবেই তো বাকী সবাই আসবে  স্নান করতে।
বুঝলাম বাড়িতে, বেড়াতে গিয়ে, সর্বত্রই এক দৃশ্য। বৃদ্ধ বাবা মা রাঁধুনী কাম বেবী সিটার।। 

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত