Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

নিবন্ধ : সুদর্শন মণ্ডল



দেবী সরস্বতী



হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী |শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয় |এটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত |
          হিন্দু শাস্ত্র মতে সৃষ্টি কর্তা বা ঈশ্বর হলো পরমব্রহ্ম |আর এই পরমব্রহ্ম আসলে  ব্রহ্মা-বিষ্ণু -মহেশ্বরের মিলিত রূপ |এই পরমব্রহ্ম যখন সৃষ্টি করেন তখন তার নাম ব্রহ্মা|যখন তিনি পালন করেন তখন তার নাম বিষ্ণু |যখন তিনি বিনাশ করেন তখন তার নাম শিব বা মহেশ্বর |প্রকৃত অর্থে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আলাদা কোন সত্ত্বা নয়, এগুলো কেবল তিনটি নাম এবং এই তিনটি নাম পরমব্রহ্ম বা ঈশ্বরের তিনটি কার্যকরী রূপের নাম মাত্র |
          কোন কিছু সৃষ্টি করতে লাগে জ্ঞান এবং প্রকৃতির নিয়ম হলো নারী ও পুরুষের মিলন ছাড়া কোন কিছুই সৃষ্টিকরা যায় না |ব্রহ্মার নারী শক্তি হলো সরস্বতী, এর অর্থ হলো সরস্বতীই ব্রহ্মা, আর ব্রহ্মা মানেই তো পরমব্রহ্ম বা ঈশ্বর, অর্থাৎ সরস্বতীই পরমেশ্বর বা ঈশ্বর|
          দেবী সরস্বতীর সাথে থাকে রাজহাঁস|রাজহাঁসের এমন বিশেষ ক্ষমতা আছে যে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের মধ্যে থেকে সে শুধু দুধ শুষে নিতে পারে |কেবল ক্ষীর টুকু গ্রহণ করে অপ্রয়োজনীয় অংশ ত্যাগ করে সে |সরস্বতী শিক্ষার্থীকেন্দ্রিক পূজা |সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মধ্যে থেকে শিক্ষাথীকে রাজহাঁসের ন্যায় শুধু ভালো টুকু শুষে নিতে হবে  এটাই কাম্য |
          সরস্বতীর এক হাতে থাকে বীনা |প্রত্যেক ছেলে মেয়েই কোন না কোনো প্রতিভা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহন করে |প্রকৃতির এটাই নিয়ম |প্রকৃতির এই নিয়মকে হিন্দু ধর্ম স্বীকার করে |দেবী সরস্বতীর হাতের বীনা সেই হিন্দু ধর্মের শিল্পকলারই  প্রতীক |
          সরস্বতীর অপর হাতে থাকে পুস্তক এবং সরস্বতী পূজায় বিভিন্ন পাঠ্যপুস্তকদিতে হয় এটাই রীতি |পুস্তক যে জ্ঞানের আশ্রয় এটা তো আর নতুন কোন কথা নয় |
          দেবী সরস্বতীর কাঠামোয় দেখা যায় পদ্ম ফুলের উপরে বসে আছেন দেবী |পূর্ণ প্রস্ফুটিত পদ্ম ফুল হলো সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক |প্রত্যেকের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে দেবীর কৃপায় |
          দেবী সরস্বতী নারীমূর্তি, আরও ভালোভাবে বললে মাতৃমূর্তি |এর কারণ সুন্দর ভাবে ব্যাখ্যা করা যেতে পারে |পিতার চেয়ে মায়ের কাছে কোন কথা খুব সহজে বলা যায়, খুব সহজে কোন কিছু চাওয়া যায় |সরস্বতীর পূজারীরা সাধারণ ভাবে শিশু বা বালক -বালিকা |এরা খুব সহজে নিজের মনের কথা, নিজের চাহিদার কথা দেবী মায়ের কাছে জানাতে পারে |সেই কারণেই সরস্বতীকে কল্পনা করা হয়েছে মাতৃ রূপে |
         আধুনিক যুগে পৃথিবীটা যতই ব্যাস্ত হয়ে উঠুক না কেন আজও শীতের সকালে কাঁচা হলুদ গায়ে মেখে শিশু কন্ঠে উচ্চারিত হয় শ্রী শ্রী সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - প্রণাম মন্ত্র |

-----------------------------------------------

সুদর্শন মণ্ডল 
মদনপুর, নদিয়া 
8293185177(হোয়াটস্যাপ )

          

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩