সম্পাদকীয় ও লেখক-সূচি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, January 17, 2020

সম্পাদকীয় ও লেখক-সূচি

ব্লগ-নবপ্রভাত

২৩তম সংখ্যা : "শুধু গদ্য"
মাঘ ১৪২৬ #  জানুয়ারি 2020
====================

-: সম্পাদকীয় :-


আবহমানতার পথ বেয়ে জঙ্গম পৃথিবী এসে দাঁড়ালো আজ "বিশে বিশ"(২০২০)-এর বিষময় দ্বারে। ওপারেও রইল পড়ে কাঁটাপথ আর আগুনগোলা দিন।
ইতিহাস থেকে এখনও চুঁইয়ে পড়ছে রক্ত, হুতাশ্বাস। মুক্তমনা ব্লগার, নির্ভিক কলমচি, সত্যদ্রষ্টা কবি কিংবা ধর্মনিরপেক্ষ মানবতাবাদীর রক্তে রাজপথ রাঙাচ্ছে ধর্মবেনিয়া রাজনীতির পান্ডারা। বিধর্মী মায়ের জন্মদ্বার পুংশূলে বিদ্ধ করার নিদান দিচ্ছে মূঢ় ধর্মধ্বজী। সংখ্যাগরিষ্ঠের প্রকৌশল ভুলিয়ে দিচ্ছে গরিষ্ঠসংখ্যক মানুষের ভুখা পেটের গল্প। ফাঁকাবুলির ফানুসে ফুটো চোখে পড়লেই শুরু হচ্ছে নতুন নতুন পুতুল নাচ।
হে নববর্ষের নবপ্রভাত, তুমি নগ্ন হয়ে এসো -- ডাস্টবিনে খুলে এসো তোমার জল্লাদি  ধর্ম-পোশাক। নাম-পদবী-গোত্র-বিহীন পাহাড়ি ফুলের মত খিলখিল হাসি ছড়িয়ে দাও পৃথিবীর পথে। পেটে ভাত, হাতে কাজ, মুখে হাসি, বুকে প্রীতি আর শিরায় শিরায়  মানবতার রক্ত সঞ্চালিত করে দাও। বৈষম্য-ভোলানো প্রভাতী-আলোয় উদ্ভাসিত হোক চরাচর। মানবতার জয়গানে মুখরিত হোক বিভেদ-বিদ্ধ বসুন্ধরা।

---নিরাশাহরণ নস্কর
১৭/০১/২০২০


এই সংখ্যায় কলম ধরেছেন যাঁরা :


সিদ্ধার্থ সিংহ
অভ্র ঘোষ 
হরেকৃষ্ণ দে
বিজয়ন্ত সরকার
পারিজাত ব্যানার্জী
অয়ন সাঁতরা
অঞ্জনা গোড়িয়া
তরুণ প্রামানিক
সৌরভ দত্ত
রমলা মুখার্জী
আবদুস সালাম
সুদর্শন মণ্ডল
অরুণ চট্টোপাধ্যায়
তপন কুমার মাজি
নৃপেন্দ্রনাথ মহন্ত
বিদিশা কয়াল
রাণা চ্যাটার্জী
সান্ত্বনা চ্যাটার্জী
স্বাগতম দে
সবিতা বিশ্বাস
 সংঘমিত্রা সরকার কবিরাজ
পারমিতা রাহা হালদার
শম্পা দাস 
শেফালী সর
প্রণবকুমারচক্রবর্তী
 উৎস ভট্টাচার্য
অনুভব অধিকারী
মৃত্যুঞ্জয় হালদার
গৌর গোপাল সরকার
"""""""""""