Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

নিবন্ধ : গৌর গোপাল সরকার

 

ভাষার জট



******** 


২১শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয় বাংলা ভাষা জন্ম দিয়েছে একটি রাষ্ট্রের, স্বাধীন জাতিরবিশ্বের সমস্ত মাতৃভাষাকে  সন্মান করতে শিখেয়েছেমায়ের ভূমিকা পালন করে বার বার প্রমাণ করছে মাতৃভাষার মাতৃদুগ্ধশত শহীদের রক্তে রাঙা বাংলাদেশ বরকত, সালামরা যা শুরু করেছিল ১৯৫২ সালেভাষা আন্দোলন করতে গিয়ে ঢাকার রাজপথে শহীদ হয়েছিলশত শত মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে দেশ,  ভাষা মুক্তি পেয়েছিল


জটিল বাক্যের জট আছে  বাঙালির সমাজ ভাষার নানা জটবাংলা ভাষার জন্ম পূর্ব মাগধী থেকেচর্যাপদের "কাআ তরুবর -----"  থেকে বর্তমান বাংলা ভাষাকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, যানযটে ঘুরপাক খেতে হচ্ছেবাংলা ভাষার মাধুর্য, মর্যাদা, রোমান্টিকতা স্টলে স্টলে বিক্রি হয়ে যাচ্ছে  ডাল -ভাতের মতো ফুরিয়ে যাচ্ছে তার অনন্ত পরমায়ুবিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র, জীবনানন্দ, নজরুল বহু মনীষা  আমাদের বাংলা ভাষার গৌরবকে যে মাত্রায় পৌঁছে দিয়েছেন, তাকে নামাতে নামাতে পাদানি এসে দাঁড় করানো হয়েছেবিদ্যুৎ হুকিং এর মতো বাংলা ভাষার হুকিং করতে করতে  ভাষায় দেহে গালিগালাজ, অপশব্দ, অপশাসন  চলছেসুগভীর চক্রান্ত করে বাংলা ভাষাকে একটু একটু করে কোমার দিকে ঢেলে দিচ্ছে সাজানো বাগান শুকিয়ে গেল এই বাগানে গজিয়ে উঠেছে অসংখ্য ইংরেজি গাছ গাছের নকল করতে গিয়ে বাঙালির সমাজ নিজের মাতৃভাষাকে ভুলতে বসেছে বাংলা ভাষা দূষণ, বাংলা ভাষার বাস্তুতন্ত্র একদিন হযতো মিউজিয়াম  রাখা হবেপশ্চিমবঙ্গের মূল শিকড় থেকে বাংলা ভাষার চাষ উঠিয়ে ইংরেজি ভাষায় গালিগালাজ শুরু হয়েছেইংরেজি বাংলা ভাষার সহযোগী হোক, ভারতের  প্রদেশের ভাষাগুলো প্রতিবেশী হোকআমাদের দরজা খোলাকড়া নাড়লে আমরা সারা দিইহিন্দি, ইংরেজি সুচতুর ভাবে  আমাদের বাংলা ভাষার গলা টিপে টিপে শেষ করে দিচ্ছেবিকৃত মন, বিকৃত সৃষ্টিকারগণ বরফে একটু সেলাম জল মিশিয়ে বাংলা ভাষার ভবিষ্যৎ প্রজন্মকে শূন্য হাতে রেখে দিচ্ছেআজও অফিস, আদালত, বিদ্যালয়, মহাবিদ্যালয়, গড়পড়তা বাংলা ভাষা কোরোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত বাংলা ভাষার ডাক্তারদের সে দিকে নজর নেইবাংলা ভাষার নদীতে সাঁতার কাটতে জানে এমন বাঙালি 'জন আছে
আজকে আবার যা চলছে ফেসবুক,   WhatsApp,  নানা মাধ্যমে  “Ami valo " জাতীয় জগাখিচুরি বাংলা ভাষাবিদ্যাসাগর মহাশয় বেঁচে থাকলে বোধ হয় " বর্ণ পরিচয়" উঠিয়ে নিতেনযারা আবার বাংলা বানান বিধি দেখেন- প্রকাশক, সম্পাদক,  রাজনৈতিক নেতা, সাংবাদিক, টেলিভিশন সিরিয়াল, টেলিফোন, যোগাযোগ, যে যেমন খুশি বাংলা ভাষাকে খেয়াল খুশিমতো  ব্যবহার করছেনভাষায় ধ্বনিগত রূপগত বৈশিষ্ট্য, বানান বিধি,  সৃজনশীল গতি, রস, ছন্দ অলঙ্কার,  সব ছন্নছাড়া রোগে আক্রান্তবাংলা ভাষার শিরোমণিগণ বাংলা ভাষাকে বেচে দিচ্ছেন  টাকার বিনিময়েআপনার ব্যবহারে আপনার পরিচয়, কাউকে আঘাত করা আমার উদেশ্য নয়হে পণ্ডিত! আগে সাঁতার শেখ, বিশুদ্ধ কোমলপ্রাণ নীতিবাদী বাংলা ভাষারআপনি কেমন আছিস’ - বাংলা ভাষাকে অপমান করো নাসব ভাষার একটি অভিধান, বাংলা ভাষার, হাজারটা, , ব্যবহার -- কেউ বলেকাহিনি’ বানানটা ঠিক, আবার কেউ বলে, ‘কাহিনী’ বানানটা ঠিকআমি বলি, দুটোই ঠিকএই ভাষায় কৌলিন্য বাঁচিয়ে রেখেছে গ্রাম বাংলার মৌখিক ভাষা - বীরভূম  -কোথায় গেল ছিলিস ২-আমপুর বাজার করতেমুর্শিদাবাদ - হাটায় হাটায় চইল্যা যা না, দুপুর যে গড়াইয়া  গেলবর্ধমান - ডেঙায় হাগছে গযুর তু কখন এলিআমি ঢাকার পোলা, বাঙাল বাঙাল করিস না নইসা, তোকে কিলাইয়া সুধা করুমযার লাইগা ভোজ খাইত্যাছি, তারে দেখতে ছি না ক্যান

বাংলা ভাষার বিশুদ্ধতা রক্ষা করুন। কুকথার বাংলা ভাষার গাড়ি আস্তে আস্তে চালান বাংলা ভাষাকে অপমান হাত থেকে  বাঁচাতে পণ্ডিত গণ - বিশুদ্ধ বাংলা রক্ত দিনএকটি ভাষা, একটি প্রাণ। বাংলা ভাষার গাছ লাগান, বাঙালির প্রাণ বাঁচান

*******************

গৌর গোপাল সরকার, নতুন হাসপাতাল পাড়া, রামপুরহাট, বীর ভূম
ডাকঘর থানা রামপুরহাট সূচক সংখ্যা ৭৩১২২৪/ ফোন নং ৭৬০২৫০১১৪৮

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক