Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা -- সুবীর মণ্ডল



    "আমি কী ভুলিতে পারি"

                                          
                                           
    
বসন্ত যামিনী নিদ্রাভঙ্গ চোখে আড়মোড়া 
দিয়ে আস্তে আস্তে সতেজ হচ্ছিল সেদিন,
বেসুরো কোকিলা সবে স্বর সাধনার প্রস্তুতি
নিচ্ছে, কণ্ঠে সুমধুর সুর তখনও আসেনি,
আসন্নপ্রসবা দিনের জয়োস্তু ধ্বনি তুলেছে
নিশিক্লান্ত বিহঙ্গী কলতান। রাজপথ
ধরে শিউলি সকালের পরিমল মাখানো 
চিরায়ত নৈকষ্যকুলীন সুবাসিত ঘ্রাণে মৌমাত,
প্রাত্যহিক স্নান সেরে পদ্মাবতীর বুক থেকে
পরিচ্ছন্ন আলোকিত বৈরাগী অংশুধরের 
সুবিন্যস্ত পথ পরিক্রমার দুয়ার খুলতে চলেছে...
কিংশুক কোরক উন্মোচনে বিবর্তনীয় 
প্রক্রিয়ায় আহ্বায়ক অলিদল বিবরণী 
ঘোষণায় মত্ত, ধূর্ত নিশাচরী ফিরে গেছে
নিশিমৃগয়া শেষে গহীন বনের অভ্যন্তরে,
চটকলের প্রথম সাইরেনের শব্দে শ্রমিকরা 
জীবিকার তাগিদে ছুটছে দ্বারদেশ অভিমুখে,
পাড়ার মোড়ে নেড়ি কুকুরটি লেজ গুটিয়ে 
পোড়া ছাইয়ের গাদায় নিচ্ছে যাপিত স্বপ্নের ওম,
আচমকা এমনি এক মেদুর প্রভাতী আকাশে
নেমে এল আকাশভাঙা আওয়াজ-
ধড়াম
                 ধড়াম
                                   ধড়াম
                                                      ধড়াম
আর্তচিৎকারে কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়ছে
 এক একটি তাজা প্রাণ। পিচের কালো রাস্তায় 
গড়িয়ে চলেছে শোণিত ধারা, মন্থনের নীল 
আকাশে তখন অবলা প্রাণীকুলও গলা ছেড়ে
 চিৎকার করছে আমরাও চাই আমাদের 
মাতৃভাষার অধিকার। 
হারু চাচার হাত থেকে হাল ছেড়ে গেল হঠাৎ,
বুকটা কেঁপে উঠল এক অজানা আতঙ্কে,
শহরে পড়তে যাওয়া ছেলেটার মুখ কেন মনে এলো এখন?
নিয়ন আলোর স্তম্ভ থেকে কাঁচের ঢাকনা সহ 
এক একটি বাতি ভেঙে পড়ছে রাস্তায় সশব্দে।
নরেন খুড়োর ফরমায়েশ খাটা মিষ্টির দোকানের 
নাবালক শিবু এক ছুটে সামিল প্রতিবাদে, 
দাড়িগোঁফওয়ালা আধাপাগলা কানাই নামের 
ছেলেটিও এগিয়ে এলো সামনে, হাজার হাজার 
আবালবৃদ্ধবনিতা সামিল প্রতিবাদে, 
প্রাণের ভাষার উপর গুলি চালানোর প্রতিবাদে,
এক একটি লাশ পড়ছে আর একটি একটি কঠিন 
প্রতিবাদ গড়ে উঠছে,
লাশের পাহাড়ের মাঝে গড়ে ওঠা সমবেত 
প্রতিবাদের নামই ভাষা আন্দোলন,
আমার প্রাণের ভাষা, আমার কবিতার ভাষা
আমার মাতৃভাষা, বাঙলা ভাষা-
আমার অহঙ্কার, আমার গর্ব, আমার প্রাণ...
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি 
আমি কী ভুলিতে পারি?'

=================

সুবীর মণ্ডল
4059 Moulana Azad Road
Hridaypur Shantinagar Balaka
Po-Hridaypur
Pin-700127
Mo-8906684528  

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩