দুটি কবিতা : সোমের কৌমুদী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

দুটি কবিতা : সোমের কৌমুদী


বর্ণমালা আজ কাঁদে


শহীদ মিনারের স্তম্ভের চূড়ায়
বিউটি পার্লার থেকে সাজিয়ে আনা
বর্ণালি বর্ণমালা আজ ডুকরে কাঁদে।
একুশের ঝলসানিতে বর্ণমালা আজ
আঁধার খোঁজে ফেরে, প্রাণ খুলে কাঁদার জন্যে।

বর্ণমালার আজ শীর্ণ দেহ
তার জীবনে দুপুরের প্রারম্ভে নেমেছে সাঁঝ।
ফেব্রুয়ারির সময় জুড়ে বর্ণমালার যে রূপ
তা বিউটি পার্লারের সাজ।
সুসজ্জিত শহীদ মিনারের স্তম্ভের চূড়ায় নয়
বর্ণমালা আজ ঠাঁই খোঁজে ফেরে,
বাঙালির হৃদয়ে—বারোটা মাস জুড়ে।

''''''''''''''''''''''''''''''''''''''''''

 প্রাণের ভাষা


বাংলা ভাষা হৃদ কাননে
গোলাপ হয়ে ফোটে,
বাংলা ভাষা বুক ফুলিয়ে
দিগ্বিদিক আজ ছোটে।

বাংলা ভাষা বাঁশির সুরে
ছন্দ জাগায় মনে,
বাংলা ভাষা স্বর্ণ হয়ে
জ্বলে চোখের কোণে।

বাংলা ভাষা কাব্য হয়ে
মনের কথা বলে,
তাই কবিরা মায়ের কথা
নিত্য লিখে চলে।

তোমার আমার প্রাণের ভাষা,
মায়ের ভাষা, বাংলা ভাষা,
এই  ভাষাতে মিশে আছে
আনন্দ-সুখ, স্বপ্ন-আশা। 

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

সোমের কৌমুদী 
বাংলাদেশ
মুঠোফোনঃ ০১৯১৩৪২৯০৭২