কবিতা : জয়তোষ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : জয়তোষ ঘোষ







      নাড়ির টান



... তারপর একসময় যুদ্ধ থামতে না থামতেই, আত্মহারা হয়ে গেলাম। কত মিছিল,কত আবির,
কত খুশি অথচ রক্তস্রোত তখনও বহমান আবেগে ভাসলাম কেবল,ধ্বনি উঠল অমর একুশে ,বর্ণমালার সারিতে তখন রফিক বরকতদের মুখ ভেসে আসে ।

আবেগের বেগ কমে আসে ধীরে ধীরে, 
এখন সর্বত্রই বাংলা এড়িয়ে অন্য ভাষা 
ব্যবহারে আধুনিক হয়ে উঠতে সচেষ্ট আমরা  । 
তবু ঘরের কোণে বৃদ্ধ মায়ের মতো অপেক্ষা করে থাকে,বাংলার গর্বের বর্ণমালা অ-আ-ক-খ ।
এ যেন নাড়ির টান ...

=================

জয়তোষ ঘোষ 
9932045571