কবিতা : অমরেশ বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : অমরেশ বিশ্বাস


ভাষা দিবসে শপথ


বাংলা ভাষা বাঙালীরা চাও কি ভুলে যেতে?
ইংরাজী আর হিন্দী নিয়ে আছ যে খুব মেতে।

চাও তোমাদের ছেলেমেয়ে ইংরাজী খুব পড়ে
ভাবছ তাদের ভবিষ্যৎ ইংরাজীই দেবে গড়ে?

যে নিজেকে দৈন্য ভাবে মাথা উঁচু হয় না তার
বাংলা বাঙালীর পরিচয় মনে রাখা তা দরকার।

রবীন্দ্রনাথ বিদ্যসাগর ছিলেন বাংলার মহা পণ্ডিত
তৈরি করে গেছেন তারা বাংলা ভাষার শক্ত ভিত।

বাংলাভাষা কম কারো নয় কার দোষে সে খায় খাবি
আয় বাঙালী সবাই মিলে সেই কথাটা আয় ভাবি।

ইংরাজী আর হিন্দী মিলে চাইছে গিলে বাংলা খায়
বাংলার মরা বাঁচা নিয়ে তাদের কিসের ভাবার দায়।

বাংলা ভাষায় কোন কথাটা যায় না বলা নয় সে দীন
ইংরাজী আর হিন্দী থেকে অহেতুকই নিচ্ছ ঋণ?

বাংলাভাষায় বাঙালীরা করেছে তো বিশ্বজয়
নিজের গর্বের সেই ইতিহাস কখনো কি ভুলতে হয়?

বাংলাভাষা মাতৃভাষা লজ্জা কিসের বলতে ভাই
সব ভাষা থাক যে যার মত বাঙালীদের বাংলা চাই।

কোন ভাষাই বাংলাভাষার মত এত মধুর নয়  
গর্বের সেই বাংলা ভাষা বলতে কেন শরম হয়।

লিখব পড়ব বলব কথা কেবল শুদ্ধ বাংলাতে
এসো বাঙালী নিই এই শপথ ভাষা দিবসের প্রাতে।