কবিতা । বলরাম বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা । বলরাম বিশ্বাস



একুশের কবিতা


কিছু চিন্তা ওদের জন্য রেখে দিও মন। বুক চিতিয়ে মৃত্যু করেছে আলিঙ্গন। নিজের জন্য না।

একুশের নামে বরং শপথ হোক। আমাদের মেরছে; ভাষাকে মারতে পারনি।

দিব্যি এ সুন্দর ভাষায় প্রেমালাপ জুড়েছি। হৃদয়ে পাথরের ক্ষতে রক্তগোলাপ থিতু হতেও বাঁচিয়ে রেখেছে ঘ্রাণ।

সেই সুবাদে মন ভরে হাসছি; কাঁদছি, অভিমান করছি প্রিয়ার চোখ।
তবু ওচোখের বর্ণনা খালি মাতৃভাষা হয়।

--------------------

বলরাম বিশ্বাস। নদীয়া। 7407052217