কবিতা : প্রসেনজিৎ বসাক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : প্রসেনজিৎ বসাক


হায়রে বাঙালি এ কেমন বাঙালি 

                     

বাংলাটাকে ঠিক আপন করতে পারছে না...
মেকি উচ্চ শিক্ষিত যুবক - যুবতীরা !

বড্ড বেকার এই বাংলা ভাষা
বাড়িতেই শুধু ! আর তো কোথাও নয়...

বাংলা ছেড়ে ইংরেজিতে হাত পাকানো বাবার কৌশলে
বেমালুম বাংলা ভাষা লড়াইয়ের ইতিহাস!

যে ভাষাতে জন্ম মোদের
                 সেই ভাষাকে মানিনা,
                              মাতৃভাষা বাংলা হলেও
                                        ঠিক মতো তা জানি না।।

কথায় এখন বোল ফুটেছে
                ইংরেজি ভাষার মেজাজে,
                             মা'র সাথে কথা বলি 
                                       বাঙালি হবার স্বভাবে।।

স্বভাব বাঙালি ভুলে গ্যাছে সমস্ত অতীতের ইতিহাস
বিসর্জনে মেতেছে আপন লীলায়...
হায়রে বাঙালি! এ কেমন বাঙালি!

------------------------------//

ঠিকানা

প্রসেনজিৎ বসাক
প্রযত্নে - বিশ্বজিৎ বসাক
গ্রাম - শান্তিকলোনী
পোস্ট +থানা- বালুরঘাট 
জেলা দক্ষিন দিনাজপুর 
পিন- 733101
মোবাইল নাম্বার : 7908433408