কবিতা : জসিমউদ্দিন শেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : জসিমউদ্দিন শেখ


  শিখিয়ে দেওয়া মাতৃভাষা

      

যেই ভাষাতে মাকে ডাকি সেই ভাষাতে লিখি, 
ভয় তাড়িয়ে জয় এনেছে পরশ মেলে দেখি। 
সূর্য মেঘে যেই ভেঙেছে বদ্ধ ঘরের তালা, 
সেথায় দেখি শেখায় মোরে বাংলা বর্ণমালা। 

রক্ত দিয়ে তৈরি আমার বাংলা মাতৃভাষা
তাকেই নিয়ে গর্ব আমার কলম দিয়ে চষা।
মায়ের ভাষায় বাউল মাঝি টান ধরেছে তান, 
দূরের পাড়ে ওই শোনা যায় ভাটিয়ালির গান।

সাজিয়ে দিয়ে ফুলের মালা বীর শহীদের বুকে,
মাতৃভাষার জয় এনেছে ভরিয়ে দেয়া শোকে।
ভয় তাড়িয়ে জয়ের ফসল সমাপ্তি নিঃশ্বাসে
অমর একুশ ফুটবে আবার জয়-ধ্বনি উচ্ছ্বাসে।

কে দিল রে মুগ্ধ আভাস মাতৃভাষার কোলে,
পলাশ রাঙা ভোরের আলো বর্ণমালায় দোলে।
শেখায় মোরে জাত ভেদাভেদ বর্ণের বিদ্বেষে,
শিখেছি কত কেটে কুটে কলম আঁচড় ঘেঁষে।

–---------------------------------

ঠিকানা......... 
নাম: জসিমদ্দিন সেখ 
গ্রাম: রঘুপুর, পোঃ : ভট্টবাটি
থানা: নবগ্রাম, জেলা: মুর্শিদাবাদ
রাজ্য : পশ্চিমবঙ্গ, ভারত 
ডাকসূচক সংখ্যা : 742149
বি:দ্র: আমি প্রবাসী, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। 
হোয়াটসঅ্যাপ নম্বর : +9660576891425