কবিতা : অনির্বাণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : অনির্বাণ মন্ডল




ভালবাসার মন্ত্র

 

 



কুয়াশাহীন কোনো এক সকালে
জন্ম নিয়েছিল আমার ভিতরের অর্ধনারীশ্বর।
 যোনির অন্ধকার ভেদ করে
প্রথম সকালের প্রথম মাছরাঙার সাথে দেখা হয়েছিল তোমার।
আনন্দে আত্মহারা হয়ে
একচুমুকে শেষ করেছিলে
হাজার হাজার বছরের জমানো বক্ষদুগ্ধ।
আমার ভিতরের নারী
আমাদের ভিতরের নারী
আমাদের সৃজনশীলতাকে
' মা' বলে জড়িয়ে ধরেছিলে তুমি; 
আর আমাদের বাইরের আমি
তোমাকে আঁকড়ে ধরেছিল মাতৃরূপে।

তারপর কেটে গেছে অনেক অনেক বছর; 
সভ্যতার নদীর বুকে সৃষ্টি হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
আমার ভিতরের পুরুষ জেগে উঠেছে; 
বড় হয়েছে আমার নখ আর দাঁত; 
বড় হয়েছে আমার জীবন।
আজকাল বড় বেশী ব্যাস্ত হয়ে পড়েছি আমি।
আমার ভিতরের পুরুষ এখন দৈত্য; 
সে গ্রাস করছে সবকিছু; 
সে গ্রাস করছে তোমাকেও! 

তবু আজও সকাল হয়
আর মাঝেমধ্যে প্রেমে পড়ে যাই
নাম না জানা কোনো কিশোরীর; 
আর মন খুলে বলে উঠি ' ভালোবাসি' ; 
আর তুমি এসে আমার বুকে হাত বুলিয়ে দাও।

গোধূলির প্রথম ধুলো গায়ে মেখে
জামরুলের বনে প্রেয়সীর বাহুমূলের অন্ধকার স্পর্শে
তীব্র উত্তেজনা আর গভীর তৃপ্তির অগোছালো অনুভূতিতে
আমি আজও স্মরণ করি তোমাকে; 
তুমি আজও এসে কানে কানে মন্ত্র দিয়ে যাও- 
বেঁচে থাকার মন্ত্র, ভালোলাগার মন্ত্র, ভালবাসার মন্ত্র।
তুমি না এসে থাকতে পারো না
কারণ তুমি আমার মা, আমার মাতৃভাষা,
আমার প্রাণের বাংলা ভাষা।


###################
অনির্বাণ মন্ডল। গ্রাম+ পোস্ট- আর্য্য পাড়া। থানা- নোদাখালি। জেলা- দক্ষিণ ২৪ পরগনা। 
চলভাষ- ৯৮৭৫৩৫৭৪৪৮