কবিতা : সজল কুমার টিকাদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : সজল কুমার টিকাদার


বাংলা ভাষা


আজন্ম জড়িয়ে আছে বাংলা ভাষা আমাকে।
তার কবোষ্ণ ওমে সচল থাকে রক্তের প্রবাহ,
শ্বাস-প্রশ্বাস।
কখনও সে আমার শীতের বারান্দায় কুমড়ো ফুল রোদ,শ্রাবণে ঝমঝম বৃষ্টি,গ্রীষ্মের শিমুল পলাশ।

যে মা গোবর গোলা জলে ভোরে উঠোন নিকায়
যে কিশোরীর ওড়নার নীচে সুগন্ধী কমলার গুটি
যে কিষানের পায়ে শ্যামা ঘাসের গন্ধ
ওরা প্রত্যেকেই এক একটি বাংলা বর্ণ।
আমি তো ওদেরই কারো সন্তান,কারো প্রেমিক,কারো বা ভাই...

বাংলা ভাষা নলেন গুঁড়ের এক গরম সন্দেশ
যাকে আমি রোজ চেটেপুটে খাই!

------------------------------------------
 সজল কুমার টিকাদার
আরামবাগ,হুগলি
পিন-712601
ফোন-9732815399.