Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

নিবন্ধ : সুদর্শন মণ্ডল




আমাদের ভাষা



ভারতে প্রচলিত ভাষা গুলির মধ্যে হিন্দির পরেই বাংলার স্থান | সারা বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলাভাষা |এই বাংলা ভাষার উৎপত্তি ঘটে ইন্দো -ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে | ভারতের সংবিধানে যে বাইশটি ভাষার স্থান দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলা অন্যতম | আমরা জানি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকা অঞ্চলের সরকারি ভাষা বাংলা | বঙ্গোপসাগরের বুকে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান দ্বীপপুঞ্জেরও প্রধান কথ্য ভাষা বাংলা | এ ছাড়া ভারতের ঝাড়খন্ড, বিহার, মিজোরাম, মেঘালয় ও উড়িষ্যা রাজ্যে বাংলাভাষী জনগণ বসবাস করেন | প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র ভাষা বা সরকারি ভাষা বাংলা | 2011সাল থেকে ঝাড়খণ্ডের দ্বিতীয় সরকারি ভাষা বাংলা | ভারতের আর এক রাজ্য কর্ণাটকও  দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে স্বীকার করেছেন | আমরা গর্ব অনুভব করি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে | দুই রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত এই বাংলা ভাষায় রচিত | বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'বন্দেমাতরম' ভারতের জাতীয় স্তোত্র হিসাবে ভারতবাসীর মুখে মুখে উচ্চারিত হয় | শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপটেও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অস্বীকার করা যায়না |
          সারা বিশ্বে প্রায় ছয় হাজার থেকে আট হাজার ভাষা প্রচলিত আছে |এর মধ্যে বাংলা ভাষা অন্যতম | বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার জয় করে রবি ঠাকুর এই বাংলা ভাষাকে বিশ্বের দরবারে এক নতুন পরিচয় দিলেন | বিশ্বের সেরা দশটি ভাষার মধ্যে বাংলা ভাষার নাম বাংলা ও বাঙালির গর্ব |সারা বিশ্বে প্রায় ত্রিশ কোটি লোক এই বাংলা ভাষায় কথা বলেন |
          ভাষা আমাদের মত প্রকাশের হাতিয়ার | আর এই মত সহজ ভাবে বলা সম্ভব এক মাত্র মাতৃভাষার মাধ্যমে | ভাষা এক মানুষের সঙ্গে অপর মানুষের যোগাযোগের প্রধান বাহন | মানুষই এক মাত্র এই ভাষা অর্জন করতে শিখেছে |  মানব শিশু একবার ভাষা আয়ত্ব করলে আজীবন ধরে তার নিজস্ব ভাষায় অসংখ নতুন নতুন বাক্য তৈরী করতে পারে | ভাষা সাধারণত বাগযন্ত্রের মাধ্যমে বলা হয় | তবে ভাষা অন্য মাধ্যমে অর্থাৎ লিখিত বা প্রতীকী পদ্ধতিতেও প্রকাশ করা যায় | শিশুদের মাতৃভাষা জোর করে শেখাতে হয় না | মায়ের সংস্পর্শে আসলেই শিশু তার ভাষা শিখে ফেলতে পারে | চার, পাঁচ বছর বয়সের মধ্যেই স্বাভাবিক শিশুরা তার নিজস্ব ভাষায় বাক্য গঠনে পারদর্শী হয়ে ওঠে | বধির শিশুরাও প্রতীকী ভাষা শেখার দক্ষতা অর্জন করে |
          বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষা চীনা ভাষা | পর্যায়ক্রমে ইংরেজি, হিন্দি -উর্দু, স্পেনীয়, আরবি, পর্তুগিজ, রুশ, বাংলা, জাপানি ও ফরাসি ভাষার স্থান | এই ভাষা গুলির মধ্যে চীনা ও জাপানি ভাষা ছাড়া বাকি নয়টি ভাষা ইন্দো -ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত |
          বর্তমান বিশ্বে প্রতিনিয়ত ভাষা ও ভাষায় শব্দের ব্যবহার পাল্টে যাচ্ছে | সমীক্ষা বলছে প্রতি 15দিনে একটা করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পৃথিবীর বুক থেকে | তবে কি বাংলা ভাষাও বিলুপ্তির পথে? সে তো ভবিষৎ বলবে |আমাদের মাতৃভাষা আমাদের গর্ব | যে জাতির মাতৃভাষা যত উন্নত সে জাতি তত উন্নত | এক মাত্র 'বাংলা 'এই মাতৃভাষার জন্যই একটা রাষ্ট্রের জন্ম হয়েছে | পৃথিবীর বুকে একমাত্র ভাষা ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ |বাংলার বীর সন্তানদের আত্মত্যাগের ফলেই রক্ষা পেয়েছে বাংলা ভাষার মর্যাদা | 1952 সালের ভাষা আন্দোলনের ফলশ্রুতি বাঙালি পেলো 1999সালে | 21সে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিলো ইউনেস্ক | যে ভাষা নিয়ে আন্দোলন হয়, শহীদ হতে হয় বাংলা মায়ের সন্তানদের, সেই ভাষা সহজে লুপ্ত হবার নয়, এ বিশ্বাস প্রত্যেক বাঙালির মধ্যে আছে |

==================

সুদর্শন মণ্ডল 
মদনপুর, নদিয়া 
ফোন -8293195177


নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩