কবিতা : শুভঙ্কর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : শুভঙ্কর দাস




অমর একুশে ফেব্রুয়ারি 



আমি তোমায় ভালোবাসি শুধু তোমাকেই......
চেতনে -অবচেতনে, উত্থানে -পতনে, শৈশবে -কৈশোরে, 
যৌবনে -বার্ধক্যে, জলে -স্থলে, অন্তরীক্ষে প্রতি মুহূর্তে 
প্রতিধ্বনিত, প্রতিবিম্বিত আর প্রতিসঞ্চালিত ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি হে আমার রক্তাক্ত অমরত্ব একুশে ফেব্রুয়ারি।
আজ ইতিহাসে অমর একুশে ফেব্রুয়ারি ;
যেদিন ভাষার দাবিতে একত্রিত হয়েছিল,
শহর আর গ্রামগঞ্জের অলিগলি থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ 
ছাত্র জনতার শোভাযাত্রা।
বিক্ষোভের প্রকান্ড ঝড় উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে,
ব্যানার, রেলওয়ে স্টেশন ও সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে 
প্রতিধ্বনিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই।
যেদিন তরুণ নবীন, প্রবীণরা পাকিস্তানের 144 ধারাকে ভঙ্গ করে 
নেমেছিল ঢাকার রাজপথে,
সেদিন বাঙালিরা স্তব্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের বর্বর আচরণে।
ভাষা সৈনিকদের রক্তে রক্তিম হয়েছিল ঢাকার রাজপথ,
আমরা হারিয়েছি রফিক, সালাম, বরকত, জব্বার নাম না জানা আরও 
কত আমাদের সংগ্রামী ভাই !
তিরিশ কোটি প্রাণের বিনিময়ে ফিরে পেয়েছি আমরা মোদের মাতৃভাষা।
আজ একুশ মানে রক্তে কেনা মায়ের মুখের ভাষা,
একুশ মানে আকাশ জোড়া স্বপ্ন সাধের আশা। 
আর একুশ মানে আমার ভাইয়ের রক্তে রাঙা,
একুশ মানে ছেলেহারা শত মায়ের অশ্রুভেজা।

=====================

Name : Subhankar Das 
Address : vill + p.o - Bainan, p.s - Bagnan, Dist - Howrah, pin code - 711303