কবিতা -- দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা -- দুলাল সুর




স্মৃতির সৌধ

        

বাংলা ভাষার সম্ভ্রম রক্ষার্থে
প্রাণ বিসর্জন দিয়েছিল শত শহিদ
আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতিদানে 
প্রমাণিত আন্দোলনের পথই ছিল সঠিক।

বুকের মাঝে স্মৃতির সৌধ
তাজা রক্তের স্রোত বহমান
অমর একুশের শোকগাথা
বাংলার প্রতি ঘরে নতমস্তস্কে জানায় সম্মান।

মোদের আশা ভালবাসা
গরবিনী মাতৃভূমি
জাতি বর্ণ ধর্ম বিভেদ ভুলে
মোরা সেই বাংলা ভাষায় কথা বলি।

****************
-   দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                   
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,          
     Mobile + Whatsapp – 8777624513
      Email – surdulal0301@gmail.com