কবিতা - স্বাগতম দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা - স্বাগতম দে



         বাংলা ভাষা



ভাষার মাঝে ভাষা অনেক
    যে দেশে যেমন রয়
ভাষার মাঝে মুখ্য ভাষাটি
        বাংলা ভাষা হয় ।
   মধুর ভাষা বাংলা ভাষা
          বচনে অমৃত
বাঙালির সমীপে গৌরব আনে
       বাংলাই আদৃত ।