তাপসী লাহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

তাপসী লাহার কবিতা


 

বর্ণমালা



ভুলক্রমের পথে এক দুটো অক্ষর।
নির্বিকার হাওয়ার চর্যাপদে উপোসের ইঙ্গিত।

পথের শেষ কোথায়, মেঠো চিকিৎসার ফলন

 লেপ্টে যায়  বৈরাগ্য বাউল রব,কাহার
 ভেতর কাহারই বা  কন্ঠ মেলে ইতিকথারা স্মৃতিতুর 

শোকের মত জেগে আছে শেষ ফাল্গুনের ধিকধিকি।

প্রিয় মানুষের মতই স্বরেরা ভারাক্রান্ত  অবরোধের কামড়....

যে ভাষায় কঁকিয়ে ওঠে শিশু মা কে না পেলে,
যে ভাষায় কেঁদে ওঠে আঘাতের স্বরাগমগুলো,তারই 

নামাঙ্কন করি বর্ণমালা আমার সন্তানের মত  পুষ্টি পাও।

পোকা কাটা পুঁথির ম্লান দেহ, শেষ আকাশের

 নেভানো আলো,দেহস্থিত লুপ্ত অঙ্গের কলঙ্ক ---
এসব ছাড়িয়ে 

এক ভরপুর     শরীরের      কৃৎবিন্যাসে তোমার  কান্নারা 

এক সহজ,শীতল সরসতায় 

উদ্ভাসিত হোক অগ্রিম জন্মে।