দুটি কবিতা : রবীন বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

দুটি কবিতা : রবীন বসু



বাংলা আমার মাতৃভাষা 



বাংলা আমার মায়ের ভাষা, মুখের ভাষা বটে
অনেক রক্ত ঝরার পরে হাসছে দেশের তটে। 

সেদিন ছিল উনিশ বাহান্ন একুশে ফেব্রুয়ারি
লড়াই করে ছিনিয়ে নিল মাতৃভাষারই দাবি। 

কিন্তু গেল তাজা প্রাণ শহীদ পাঁচ সাহসীর
রফিক সালাম বরকত আব্দুল ও জব্বার। 

আর এক লড়াই হল শুরু বরাক উপত্যকায়
আসাম শিলচরে বাংলা ভাষার দাবি জানায়। 

সেটা ছিল একষট্টি উনিশে মে রক্তরাঙা দিন
গুলির পর গুলি চলল, এগারো প্রাণ বিলিন।

কমলারানি সামনে ছিল প্রথম গুলি বুকে
বাংলা ভাষার জয় হল, হাসি ফুটল মুখে। 

বাংলা আমার মুখের ভাষা মাতৃভাষা ভাই
জীবন দিয়ে তাকে সবার রক্ষা করা চাই। 



"আ মরি বাংলা ভাষা"



সে আমার মুখের ভাষা
সে আমার মায়ের ভাষা
সে আমার জীবন দেয়া
ভাইয়ের ভাষা, আ মরি বাংলা ভাষা l

সে আমার গাঁয়ের ভাষা
সে আমার খুনের ভাষা
সে আমার লজ্জা দেয়া
মাতৃভাষা, আ মরি বাংলা ভাষা l

সে আমার বইয়ের ভাষা
সে আমার গরবের ভাষা
সে আমায় বর্ণ চেনাবার
আকর ভাষা, আ মরি বাংলা ভাষা l

সে তো আজ বিশ্বজনীন
সে তো আজ দিবস মুখীন
সে তো আজ রবীন্দ্রনাথের
চিরকালীন, আ মরি বাংলা ভাষা l


=================

Robin Basu
189/9, Kasba Road, 2nd Floor, Flat no. 5
Kolkata-700042, Ph : 9433552421