কবিতা : বিকাশ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

কবিতা : বিকাশ দাস


মায়ের ভাষা

 
সমগ্র আকাশ আঁকড়ে বলেছি
মায়ের ভাষায় আমায় কঠিন বলিষ্ঠ মানুষ করো।
আকাশের অনন্ত নীলাভ চোখ বলেঃ
 
আগে তোমার শরীরে জল কাদা মেখে মাটির বুক চিরে শস্য তুলে আনো।
 
সমস্ত গাছগাছালির ছায়াকে বলেছি
মায়ের ভাষায় আমার কণ্ঠস্বর মাতাল করো।
 
গাছগাছালির পাতার মৌতাত বলেঃ
  
আগে শহিদের অমরত্বের রক্তের স্রোত তোমার শিরদাঁড়ায় তুলে আনো।

=========================


Address:
Bikash Das
 
C-3/606,
 The Rutu Estate 
Ghodhbunder Road,
 Near Hiranandani Estate, Patlipada, 
Thane ( West),
 Mumbai - 400 607, Maharashtra.
(M) 6202042152 / 9324737493, Email: dasbc57@gmail.com