Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

প্রবন্ধ : বটু কৃষ্ণ হালদার


ইচ্ছাশক্তির ডানায় ভর করে  

শিবাঙ্গী স্বরূপরা জীবন যুদ্ধে জয়ী হয়




নারী সম্পর্কে বিদ্রোহী কবি যথার্থ বাণী "রাজা করিছে রাজ্য শাসন,রাজারে শাসিছে রানী/রাণীর দরদে ধুইয়া গিয়াছে /রাজ্যের যত গ্লানি"। রাজ্যের রানী যদি ভাল হয় প্রজারা মহা সুখে থাকবে। না এ দেশের রানীরা আজ সুখে নেই। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বারবার পুরুষদের রোষানলের শিকার হচ্ছে। সেই জায়গা থেকে শিবাঙ্গী স্বরূপ এক জীবন্ত প্রতিমূর্তি। একটি দেশের জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে নারীর ভূমিকা অনস্বীকার্য। নারী জাতি মানব সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ সমাজের বুকে নারীর মর্যাদা ও অধিকার পুরুষদের সমান। তাদেরও রয়েছে মৌলিক অধিকার। একটি নারী অদম্য শক্তি ও সম্ভাবনার অধিকারিনী। তাদের মান,মেধা,চিন্তা-চেতনা,প্রজ্ঞা ধী_শক্তি, সৃষ্টিশীলতা ব্যক্তিত্ব ও অভিব্যক্তি একটা পুরুষের চেয়ে কম নয়। তেমনি বর্তমান সমাজের বুকে নারী শুধু মাত্র ভোগ্য,আমদানি-রপ্তানি র পণ্য নয়। তাদের মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা।তারাও শিক্ষা-দীক্ষায় উন্নতি লাভ করে জলে,স্থলে অন্তরীক্ষে তাদের অবদানের স্বাক্ষর রেখেছে। পুরুষদের সঙ্গে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে উঠে আসছে সমাজের উচ্চ স্তরে। মেরি কম,পি টি ঊষা,কল্পনা চাওলা,দীপিকা কর্মকার,হিমা দাস, বুলা চৌধুরী, ঝুলন গোস্বামী রা নিজেদের ইচ্ছা শক্তির জোরে বারবার দেশের মুখ উজ্জ্বল করে চলেছে। নতুন ইতিহাস সৃষ্টি করে নজির গড়েছেন।তবুও পুরুষতান্ত্রিক শাসিত রাষ্ট্রব্যবস্থায় নারীকে কেবল ব্যথা-বেদনা নির্মম অভিশাপ বহন করতে হচ্ছে। পুরুষদের পক্ষপাত দুষ্ট তার জন্য নারীসমাজ মুক্তির মিছিলে সামিল হতে পারেনি। বন্ধ্যা শাসন ও নিপীড়ন নির্যাতিত বঞ্চনার শিকার হয়ে ধর্ষণের মতো চরম দুর্ভোগে কে বরণ করে নিচ্ছে। একটি গাছের মধ্যে যেমন রয়েছে সম্ভাবনাময় অন্তর্নিহিত শক্তি। তেমনি এই সমাজের জীবন চক্রের এক বিরাট অংশজুড়ে রয়েছে নারীর অবদান। একথা অনস্বীকার্য।তাইতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর চিত্রাঙ্গদা নাটকে চিত্রাঙ্গদার মুখ দিয়ে বলিয়েছেন"মোরে পূজা করবে সেও আমি নই/বিপদে সংকটে মরে পাশে রেখো/তবে পাইবে মোর পরিচয়"।

বর্তমান সমাজ পরিস্থিতি ধর্ষণ কাণ্ডে উত্তাল। ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে চলছে অনশন,আন্দোলন। ঠিক সেই মুহুর্তে সমাজের বুকে এক নারী ইতিহাস সৃষ্টি করলেন। বিহারের কন্যা শিবাঙ্গী স্বরূপ। দেশের প্রতিরক্ষায় নিবেদিত তার গোটা পরিবার। বাবা জ্ঞান স্বরূপ নৌসেনার অফিসার।মা কল্পনা স্বরূপ বিশাখাপত্তনমে নেভি চিল্ড্রেন স্কুলের শিক্ষিকা। ছোট্ট শিবাঙ্গী র কাছে  বাবা-মা ছিল তার প্রেরণা। খুব ছোটবেলা থেকেই বাবাকে নিজের কর্তব্যে একনিষ্ঠ থাকতে দেখেছেন। তবে সে সেনাবাহিনীতে যোগ দেবে এমন স্বপ্ন কল্পনা করতে পারেনি। নৌ সেনা অফিসারের মেয়ে শিবাঙ্গী ছোটবেলা থেকে শরীরচর্চা ও খেলাধুলায় ছিলেন সমান পারদর্শী। জাতীয় তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল জয়ী শিবাঙ্গী একজন দক্ষ ড্রাইভার। বিহারের অগ্নিকন্যা ইতিহাস লিখেছেন শিবাঙ্গী স্বরূপ। ডরনিয়ে টুইন টার্বোপ্রপ এয়ারক্রাফটের ককপিটে বসে চব্বিশের তরুণী বলেছেন_"দেশ বিশ্বাস করেছে আমাকে।অনেক দায়িত্ব।জীবনের অনেক বড় সম্মান"।সবকিছু তোমার পিছনে ফেলে দেশের প্রতিরক্ষায় এক নতুন মাইলফলক সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গী স্বরূপ। ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট।যিনি ভারতের গর্ব। প্রশিক্ষণ পর্ব যথেষ্ট কঠিন ছিল বলে তিনি জানিয়েছেন। নৌ বাহিনী একাডেমিতে ২৭ এনওসি ব্যাচ এ প্রশিক্ষণ শুরু হয়। শিবাঙ্গীর কথায় "একবারও মনে হয়নি আমি একা মেয়ে বাকিরা পুরুষ"। স্কোয়াড্রন ও প্রশিক্ষকদের ব্যবস্থা,সহযোগিতায় সব বাধা বিপত্তি কাটিয়ে স্বপ্নের উড়ানে নিজেকে ভাসিয়ে দেন। প্রশিক্ষনে কোথাও লিঙ্গ ভেদ করা হয়নি। যতটা কঠিন পরীক্ষা দিতে হয়েছে পুরুষদের ঠিক ততটাই আমাকে। প্রশিক্ষণ কমান্ডারের কথা অনুযায়ী শিবাঙ্গী ফিজিক্যালি খুব ফিট। প্রচণ্ড সাহসী একটা মেয়ে। বিপদ দেখলেই মোকাবিলা করবে। অফিসারদের এই আত্মবিশ্বাস তার চলার পথকে আরও সুগম করে তুলবে, এটা নিশ্চিত। শিবাঙ্গী স্বরুপের মতো দেশের অন্যান্য মহিলারা এমনিভাবে সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে দেশের উচ্চস্তরের মনিকোঠায় উঠে আসবে এমনটাই আশা করা যায়।

======================

বটু কৃষ্ণ হালদার, কবর ডাঙ্গা, কলকাতা_১০৪, ফোন_৯৮৩০৪২০৯০৪

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল