Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা : তপন কুমার মাজি




          আমার মেয়ে


আমার মেয়ে সরস্বতী    
আধপেটে সে কাটিয়ে রাতি            
            রোজ সে ভোরে ওঠে,
মেলা খেলা পুজো পার্বণ 
উৎসব কিম্বা সেলিব্রেশন 
   তার কাছে নয়তো নতুন মোটে।

আমার মেয়ে সরস্বতী          
সকালে না উঠলে ক্ষতি        
     গাছের ফুল হবে সবই সাবাড়,
সবার আগে ফুল তুলে           
বাজারে না পৌঁছালে
 সারাদিনেও জুটবে না তার খাবার।

আমার মেয়ে সরস্বতী         
বয়স যদিও নয় কমতি
     শুকিয়ে গেছে যৌবনেরই ফুল,
সবাই দেয় পুষ্পাঞ্জলি    
মেয়ের মাথায় ফুলের ডালি
হাঁক পাড়ে সে "ফুল নেবে গো ফুল?"

আমার মেয়ে সরস্বতী         
ছিল যখন সে একরত্তি
          বাপ মরেছে কঠিন অসুখে,
পড়ার পাঠ চুকিয়ে দিয়ে     
মায়ের দায় কাঁধে নিয়ে
  দিন কাটে তার চরম দুঃখ-শোকে।

আমার মেয়ে সরস্বতী
নিভে গেছে তার যৌবন-বাতি
    বয়সটা তার যদিও পঁচিশ পার,
সবাই যখন প্রেম-দিবসে
খুশির ভেলায় ভাসে
সরস্বতী তখন যন্ত্রণায় ছারখার !

-------------------------------------------------------


             নারী


পুরুষের সাম্রাজ্যে নারী রূপে আমি জীবন্ত কঙ্কাল,
তারই ঔরসে জারিত মৃত্যুপুরীর স্তূপীকৃত জঞ্জাল !
কখনো স্নেহের নামে পিতৃতন্ত্রে কন্যারূপিনী চির অবরুদ্ধা,
সুখহীন দুঃখের স্রোতে ভেসে আসা এ যুগের অভিশপ্তা !
পতিদেবতার শয়নকক্ষে হৃদয় আমার সতত সমর্পিতা,
ভাগ্যের পরিহাসে জীবনের প্রতিপদে আমি চরম লাঞ্ছিতা !
স্নিগ্ধ বাতাসের মতো করেছি শীতল পুরুষের তাপিত মন,
প্রেম সিঞ্চনে থামিয়েছি বিকৃত কামনার কত ঝড়ো যৌবন !
জননী রূপে জন্ম দিয়েছি আছে যত জগতের সন্তান,
মনে রাখেনি স্বার্থপর সমাজ পেয়েছি শুধুই অসম্মান !                   
নারীত্ব ও সতীত্বের দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হয়েছে এই প্রাণ,
পোড়া কপালে জুটেছে শুধুই লাঞ্ছনা-গঞ্জনা-অপমান !
জ্ঞান মশালে জ্বালবো এবার নিজেদের জীবন-বাতি,
সাজবো রণ রঙ্গিনী রূপে অবাক হয়ে দেখবে পুরুষ জাতি।

----------------------------------------------------
তপন কুমার মাজি, কোর্টমোড়, আসানসোল।
-------------------------------------------------------

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল