কবিতা : সৌরভ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : সৌরভ ঘোষ





















মা নিজেই সভ্যতা




একের পর এক সভ্যতা গড়ে তুলতে তুলতে নদী যেটুকু ঘেমে উঠেছিল, তার থেকেও বেশি পরিশ্রম আর আগ্রহে মানুষ গড়তে চেয়েছিলে...

তিমিদের এড়িয়ে শুরু করি কিভাবে ? মিথ্যে বলছি- গল্প বলা রাত - মনে পড়েনা, কলোস্ট্রামের স্বাদ মনে পড়েনা,তোমার রাতের পর রাত জাগা মনে পড়েনা ,হাত পাখায় আবহাওয়ার পরিবর্তন সেও...  

হিংস্র জান্তব মানুষগুলোর হাত থেকে সভ্যতা ধরে রাখার জন্যে আপ্রাণ লড়াকু সহিষ্ণু, প্রতিবাদের বেদ ; মা...

ঋণ বাড়তে বাড়তে বাউন্ডারি পেরিয়েছে তবু কত হালকা মনে হয় ,তুমি পাশে আছ তাই...

ঊনষাট বছর পেরিয়ে এলে, প্রথমে বাপের সংসার তারপর নিজের সংসারের দারিদ্রতার আগাছা কেটে উন্নত ফসল ফলানোর নিরন্তর  প্রচেষ্টায়।  লক্ষ্য করোনি, একদিকের জঙ্গল সাফ করতে করতে যখন এগিয়ে যেতে পেছনেই উর্বর মাটিতে দ্রুত জন্ম নিত দৃঢ় কাণ্ডহীন মহীরুহ, যারা সাপের মত ফনাযুক্ত।সে জঙ্গলে নিশাচর চড়ে যারা দিনেও শিকার করে। সৃষ্টির শুরু থেকেই হিংস্ররা আছে...জীবন্ত জীবাশ্মর মতই... 

তুমি লড়তে শেখালেও আমি ভীতু। 

জঙ্গলে তুমি একা।রাতে জেগে উঠি অজান্তেই ।কি করি বলোতো? তোমায় লড়াই করতে আর দেখতে পারিনা,সাথেও চলতে পারিনা!

আর কতদিন লড়বে ? ওষুধ বিলি করেও সমাজের দুরারোগ্য ব্যাধি নীর্মূল করতে পারবে মা'গো?

আমি থাকলে হিংস্র হতাম কি জানি না তবে লোমে শরীর ঢেকে যেতে শুরু করেছিল।

চলে এলাম, তুমি রইলে দূরে,একা রণে ... 

আমারও ছেলে বড় হচ্ছে।সে বলে, ' একটু হাসো না, একটু হাসো বাবা '।ওর মন রাখতে হাসি... 

======০০০======

Sourav Ghosh
Maju, Howrah
9475931492