কবিতা : ফিরোজ হক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : ফিরোজ হক

ধর্ষিতার খোলা চিঠি

         











বিশ্বাস করো মা সইতে পারছিলাম না
ওরা টেনে নিয়ে গেলো দম বন্ধ করা এলাকায়
একে একে উলঙ্গ পুরুষেরা উলঙ্গ হলো
লাফিয়ে পড়লো আমার উপর
স্তন মর্দন থেকে যোনি
আমি ভাবছিলাম
তপনকে কি জবাব দেবো?

ওরা একে একে খেয়ে ফেলছিল
সভ্যতা সমাজ দেশ
দেশ জবাব দেয় না মা
তোমার মতো নিভৃতে কাঁদে আমার দেশ... 

আমাকে নিয়ে লিখে যাচ্ছে হতভাগা কবি
তারও জবাব চাই মা
কোথায় জবাব?

মা আমি নারী
ভারতবর্ষের নারী
আমার আগে ধর্ষিত হল আমার বোন শ্যামলী
আমার পর ধর্ষিত হবে আমার দিদি মৃণালিনী।
হতভাগা দেশ তাকিয়ে থাকবে।

মা আমার স্তনে নকের আঁচড়
যোনিতে গরম লোহা।
হা বিধাতা
কিসের স্তন
কিসের যোনি
তা যে অত্যাচারের খনি।