কবিতা : অনন্য বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : অনন্য বন্দ্যোপাধ্যায়





আজ একটা অন্যরকম দিন 

      


আজ অন্য কিছু নয়
আজ তোমাকে দেখব

সবকিছু ফেলে তোমাকে দেখার দিন আজ 

আজ মাঠে ঘুরব না 
হাটে যাব না 
আকাশে উড়ব না 
এতটুকু পুড়ব না 
আজ একটা অন্যরকম দিন 
আজ  শুধু এক মায়াবী ফুলের ফুটে ওঠা দেখব


বহু দূর থেকে তার পরিমল আমার সমস্ত সত্ত্বায় মাখবো আজ । 

===============


অনন্য বন্দ্যোপাধ্যায়
লাভপুর , গুরুপল্লী , বীরভূম 
পিন -- 731303
যোগাযোগ -- 7908600710