কবিতা : রাণা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : রাণা চ্যাটার্জী



     নারীই ভরসা নারীই শক্তি            

                               

না জাগিলে ললনা,সত্যি এ সমাজ,বিশ্ব জাগেনা
এটাই যেন আসল কথা,নয় এ মিথ্যা,ভুল ছলনা।

সুস্থ রুচি সংস্কৃতির, বাড়ির সব দায় সামলায় নারী 
আমরা পুরুষ কেবল বড়াই করি দেখাই বাহাদুরি।
গৃহ শান্তি, সন্তান পালন, রান্নাবান্না নানাবিধ কাজ 
আদেশ,অভিযোগে ব্যস্ত পুরুষ,ঠিক যেন মহারাজ

সমাজ সংসার সুস্থ থাকে পুরুষ যদি থাকে পাশে 
ঝড়ঝঞ্ঝা সামলে নারী, উদ্যমে ঝলমলিয়ে হাসে।
নারী-পুরুষ আসল পরিপূরক,ঠিক যেন মেঘ বৃষ্টি 
দুজনের কেউ বিগড়ালে ঘর,মনের ক্ষতি,অনাসৃষ্টি

যতই আসুক অভাব মনে,দুঃখের পাহাড় অনটন
সু -সম্পর্কে বোঝাপড়ায় পুরুষ-নারী অমূল্য রতন। 
কাগজে কলমে নারী-পুরুষ নেই কোন ভেদাভেদ, 
যতো নিয়ম,শেকল বাঁধন নারীদের করে বিভেদ।

সূর্য যেমন দৃপ্ত পুরুষ,মিষ্টি রোদ্দুর হয় তার সঙ্গী
নারী পাক যোগ্যসম্মান,বদলাক সমাজ দৃষ্টিভঙ্গি। 
নারী-পুরুষ সমান সমান,এক দারুন  মেলবন্ধন , 
পুরুষ বাহবা বিনা,কিভাবে বাড়ে সমাজের বন্ধন।

নারী শক্তি স্বাধীনতার,কত্ত খবরই না আমরা পড়ি,
মা দুর্গা আরাধনা,আসল শক্তিপূজা মধ্যমনি নারী।
এইভাবে নারী এগিয়ে চলে সমাজের বাঁধন পোক্ত,
নিঃশব্দে থেকে ললনা জাগে,এ বিশ্ব-দেশ সম্পৃক্ত।