কবিতা : বারিদ বরণ ভট্টাচার্য‍্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : বারিদ বরণ ভট্টাচার্য‍্য

















হে জননী 



কখনো জননী, কখনো ভার্যা
কখনো বা তুমি কণ‍্যা,
একটি কথায় সার বুঝেছি
তুমি যে হলে অনণ‍্যা।

তোমা বিনা হায় বিশ্ব ভূবনে
সবই যে অন্ধকার,
সৃষ্টিকে তুমি রাখো নিজ গুনে
বেঁধেছো বারংবার !

কখনো এসেছো স্নেহময়ী হয়ে
বেঁধেছো স্নেহের বাঁধনে,
কখনো বা তুমি প্রেমিকার বেশে
ভালোবাসা দিলে যতনে।

সন্তান যবে  কণ‍্যা রূপেতে 
মোছালে তিমির কাল,ওই -
সুন্দর তব পরশের লাগি
ঘরটি ভরেছে আলোয়।

যখন এসেছো প্রণয়িনী হয়ে
ভূমিকা হয়েছে স্ত্রীর,
তুমিগো মা সেই বিগলিত ধারা
বিশ্ব - ধরিত্রীর।

তুমিই প্রথমা, তুমি অক্ষয়
সৃষ্টি তোমাতে স্হিত,
তোমা বিনা হায় বিশ্ব মাঝারে
সকলই কন্টকিত !

   --- ঃ          ঃ ---

বারিদ বরণ ভট্টাচার্য‍্য,
নোয়াড়া,বহরকুলি,পূর্ব বর্ধমান।
পিন - 712146,
মোবাইল - 9474195266