কবিতা : আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : আবদুস সালাম




নারী



বহুভোগ‍্যা নারীর অন‍্য বিশেষণ প্রয়োজন
পুরুষ দৃষ্টি খুঁজে যায় অহল‍্যাকে
মায়াবী ফুলের ঘ্রাণে মাতোয়ারা স্বভাব
দৃষ্টি বিষে জর্জরিত নারী শরীর



স্ত্রী



ভোরে ঘুম ভাঙতেই দেখি তোমাকে
       নামাজের পাটিতে
ভক্তি রসে ডুব দিয়েছো সেজদায়
আজীবন ঝড়ের দাপটে কুঁকড়ে যাওয়া মানবপিন্ড
নিজেকে সঁপে দেওয়ার নিমিত্তে ভাষাহীন মুখ, ভাবলেশহীন বিশেষণ
স্নিগ্ধ ভোরে রূপবতী মায়াময়  মহাকাব্য
চাপচাপ শূন্যতা, বৃষ্টিহীন বাঁজা মেঘ,
পার হয় সভ‍্যতার নীলনদ
আবিশ্ব কাঁপে , গুমরে মরে আর্তনাদ
বিষন্ন সময় চেটে নেয় মানবিক ধৃষ্টতা
মূল‍্যবোধ ক্ষয়ে ক্ষয়ে তৈরী হয়  ক্ষয়জাত  হিমালয়

=====০০০=====

আবদুস সালাম 
প্রয়াস  শ্রীকান্তবাটি মাদার  ল্যান্ড
৭৪২২২৫ 
৯৭৩৪৩৩২৬৫৬