কবিতা : অর্যমা ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : অর্যমা ভট্টাচার্য













লজ্জা
______


অবিন্যস্ত আঁচল ধুলোয় থমকে---
উচ্ছ্বল জলরাশির 
হঠাত্ - স্তব্ধতা ঘেরা
আর বাকিটুকু 
অব্যক্ত।

পাঞ্চালী ক্লান্ত --- সহায়তার শেষ প্রার্থনায়। 

মুক্তির আর্তিতে 
বিষাক্ত
নির্জন কৃষ্ণচূড়া 
কেবল রিপুর উল্লাস,
আর উপহাস পৌরুষ-দম্ভের।

দুঃশাসন একা?
তার প্রতিবিম্বগুলিও মত্ত আজ!

ছেঁড়া সুতোয় ভিজতে থাকে আলো,
আঁধারে ঢেকে যায় 
                      মূর্তিখানি!

দ্রৌপদী যাজ্ঞসেনী,   ঈশ্বরী
শিখীপুচ্ছে মেঘ ঘনায়,
বর্ষা নামে পুরাণকথার আশ্বাসে।

টেলিভিসনটা বন্ধ করলাম 
                    .....

বাইরে মাটিটা ভেজা তখনও
         দ্রৌপদীর লজ্জা-ছেঁড়া শরীর
                  অশ্রু-ধুলোয় ঘেরা!

পাশে ছড়িয়ে --- ভাঙা চুড়ির টুকরো
           গ্রহণ-দাগ, আর
                  দু-চারটে কৃষ্ণচূড়া!

______________________________________



                                       


অর্যমা ভট্টাচার্য ( Aryama Bhattacharya)
হাটপুকুর, জি.আই.পি কলোনি, হাওড়া-৭১১১১২