কবিতা : সমীর দেওঘোরিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : সমীর দেওঘোরিয়া


 নানা রূপে নারী


*******************************

দশমাস দশদিন কষ্টকরে গর্ভে ধরে 
আমায় তুমি নিয়ে এলে ধরার পরে। 
 বুকের দুগ্ধ পান করিয়ে বড় করেছ মা। 
পৃথিবীতে নেইকো রে ভাই মায়ের তুলনা। 

মায়ের পরেই যার কাছে স্নেহ মমতা পাই 
সে তো হল পরম প্রিয় আমার দিদিভাই। 
এক সঙ্গে স্কুলে যাওয়া, খেলা ধুলা আর লেখা পড়া 
মিলেমিশে থাকতাম, হতো না কভু ঝগড়া।

যখন আমি বড় হলাম হল আমার বিয়ে 
দিব্যি সুখে ঘর করছি বৌ বাচ্চা নিয়ে। 
সুখ দুঃখে সবসময়ে থাকে পাশে পাশে 
ভালোবাসার দৃঢ় বন্ধন রয়েছে বিশ্বাসে। 

নারীর এক অনন্য রুপ সে যে হল মেয়ে 
যত ক্লান্তি দুর হয়ে যায় তার মুখপানে চেয়ে। 
নারী মা, নারী কন্যা, নারী প্রিয়া, নারী স্নেহের বোন 
নারীর প্রতি ভক্তি শ্রদ্ধা রইল সারাক্ষণ।

****************************

সমীর দেওঘোরিয়া 
গ্রাম - চাপুড়ি 
পোস্ট - আনাড়া 
থানা - পাড়া 
জেলা - পুরুলিয়া 
মোবাইল নং  - 7908685835