কবিতা : মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : মৃত্যুঞ্জয় হালদার


তুমি



১.
কত কষ্টের কষ্টিপাথরে খোদিত সে দিনগুলি
তোমার অপার স্নেহ মমতা কেমনে যাই ভুলি।
এই পৃথিবীর প্রকৃতির সাথে করালে পরিচয়
আগলে রেখেছো স্নেহের আঁচলে দূরে শত বাধা ভয়।
জননী আমার গর্ভধারিনী, ধন্য জন্মভূমি,
তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম আমি।
তুমি মহামায়া, শত স্নেহ ছায়া, তুমি বহুরূপী,
অশান্ত যখন বিশ্বভুবন তুমি এসো চুপি চুপি!
২.
জীবনের ভাষা পেয়েছি খুঁজে যেদিন এসেছ তুমি
একাকিত্ব ঘুচিয়ে আমায় ভাসালে মৌসুমী!
অগোছালো জীবন গুছিয়ে কখন মগন সনাতনে
পূর্ণতা পেল প্রাণ এলোমেলো সংসার সযতনে।
অর্ধাঙ্গিনী জীবনে আমার অর্ধেক আকাশ
সুখে-অসুখে,সময়-অসময়ে, দহনে দুরন্ত বাতাস।
কী রূপ রতন পোড়ে প্রাণমন আজীবন বুঝি,
কোন সুখে সারা জেগে ওঠে পাড়া পাই না আজও খুঁজি!!
****************************************

 মৃত্যুঞ্জয় হালদার
কানন এপার্টমেন্ট
গড়িয়া স্টেশন রোড
গড়িয়া   কলকাতা-৮৪
ফোন নং-৯৩৩০৩০৭৬৫২
তাং- ০৩/০৩/২০২০