নারী বিষয়ক গ্রন্থ সংবাদ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

নারী বিষয়ক গ্রন্থ সংবাদ

নারী, তুমি 'অর্ধেক আকাশ'। কিন্তু সত্যি সত্যিই কেমন সে আকাশের আধখানা? বিশ্ব নারী দিবস প্রসঙ্গে কথাটি বারবার উঠে আসে।

অমিত রায়  নারীকে 'দুর্বল' মনে করে পুরুষের আধিপত্যের সপক্ষে সওয়াল করেছিলেন। তাই বলে নারীর আধিপত্যে পৃথিবীর সর্বনাশ ঘটে এ কথা ভাববার কোনও কারণ নেই। ইজরায়েল,ব্রিটেন, জার্মানি বা ভারতের মহিলা রাষ্ট্রপ্রধানের অধীনে তেমনটা হয়নি।বরং সেই ম্যাজিকের সঙ্গে সঙ্গে  নবজাগরণ হয় রাষ্ট্রের মানসিকতারও।বাস্তবে প্রশ্নটা আধিপত্যের নয়, একেবারেই প্রশ্নটা সাম্যের ও অধিকারের।লড়াইটা কখনও মানবাধিকারের জন্যে নির্যাতন মুক্ত হবার সংগ্রাম। কখনও বা সামান্য একটু সুযোগের জন্যে নিরন্তর নিষ্করুণ অপেক্ষা।

  অধ্যাপক দীপংকর নস্কর সম্পাদিত বই 'নারীর কন্ঠস্বর ও নারীর জীবন', (Women's Voices Women's Lives)।প্রাচীন যুগ থেকে সাম্প্রতিক সময়ে নারীদের লড়াই-সংগ্রামের ইতিহাস বর্ণিত এই 'অর্ধেক আকাশ'-এর প্রবন্ধগুলিতে । সমাজের অর্ধেক আকাশ জুড়ে নারীরা বিশেষ ভূমিকা পালন করে চলেছে। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে মানবীবিদ্যা চর্চার অন্যতম ক্ষেত্র হতে পারে বইটি।পাঠক অবশ্যই বইটি সংগ্রহ করতে পারেন।



প্রথম প্রকাশ জানুয়ারি 2020
প্রকাশক -অফবিট পাবলিশিং, কলকাতা- 9
মূল্য-600
যোগাযোগ 9143408405/8910880128