কবিতা : সুজাতা মিশ্র(সুজান মিঠি) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : সুজাতা মিশ্র(সুজান মিঠি)














সামলাতে পারবে তো?



কাঠ ঠোকরার মতন ঠুকরে ঠুকরে আমি গর্ত করতে পারি,
উলঙ্গ গর্তকে আমি বানিয়ে দিতে পারি এক রক্ত মাংস নারী,
শিরায় শিরায় বয়ে চলা রক্ত স্রোতকে থামিয়ে দিতে পারি ঝটকায়,
গাছতলায় পরে থাকা কাঠ টুকরোকে বানিয়ে নিতে পারি রাগ...মটকায়।
বলো তো পুরুষ সেই রাগ সামলাতে পারবে তো?
উলঙ্গ গর্তের বাইরে থেকে চেঁচিয়ে ওঠা...ছোওঃ।
দমকা বাতাস হয়ে উঠবে নারী দেখো। ঠুকরে গর্ত নয়।
একবার ঘা করবে, ঘা। এবার ভয় পাবে, এবার শাড়িতেও পাবে ভয়।
বলো পুরুষ, সামলাতে পারবে তো? 
বলো পুরুষ,সামলাতে পারবে তো?
বলো পুরুষ,সামলাতে পারবে তো?
    
 ----