Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

ছবি
  এই সংখ্যায় একটি গ্রন্থ আলোচনা ও একটি ধারাবাহিক রচনা ছাড়া সব লেখাই ভাষা দিবস, মাতৃভাষা, ভাষাচেতনা ও ভাষা সমস্যা বিষয়ক রচনা। লেখাগুলি এই সংখ্যাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। পড়ুন। শেয়ার করুন। মতামত জানান। লেখকগণ নিজের নিজের লেখার লিঙ্ক শেয়ার করুন যতখুশি, যে মাধ্যমে খুশি। কিন্তু স্ক্রিনশট শেয়ার নৈব নৈব চ!  অন্য বিষয়ের লেখাগুলি আগামী সংখ্যার জন্য রইল।  সকলকে ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকুন।   --সম্পাদক, নবপ্রভাত। ==  সূ  চি  প  ত্র  == প্রবন্ধ-নিবন্ধ অমর ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালীর বাংলা ভাষা দুর্জয় দিবস।। বটু কৃষ্ণ হালদার ভাষা শহীদদের পঁচাত্তর বছর।। অনিন্দ্য পাল একুশে ফেব্রুয়ারি : বাঙালির শ্রেষ্ঠ অশ্রুবিন্দু।। জীবনকুমার সরকার কবিগানের সাহিত্যিক ও সমাজতাত্ত্বিক মূল্য।। বারিদ বরন গুপ্ত বিপন্ন মাতৃভাষা ও সংস্কৃতি।। শ্যামল হুদাতী মায়ের দুধ আর মাতৃভাষা।। প্রদীপ কুমার দে একুশে ফেব্রুয়ারি : কিছু কথা।। বনশ্রী গোপ বাংলায় কথা বাংলায় কাজ।। চন্দন দাশগুপ্ত বিপন্ন মাতৃভাষা ও তার মুক্তির পথ।। মিঠুন মুখার্জী. হে অমর একুশে, তোমায় ভুলিনি, ভুলব না।। মহম্মদ মফিজুল ইসলা...

কবিতা : সুনন্দ মন্ডল


নারী ও নাড়ির টান

                           

কোটি কোটি শুক্রাণুর ভিড়ে টিকে থাকা 'তুমি' কালের প্রবাহে নতুন প্রাণের জাগরণে
ভূমিষ্ট হলে পৃথিবীর বুকে।
গর্ভধারিনীর কোল জুড়ে হেসে কেঁদে বড়ও হলে!
একটি নামকরণের মাধ্যমে পরিচয় পত্র হাতে নিয়ে দিক-বিদিকে ছুটে বেড়ানো 'তুমি'
আজ অনেক বড়।
তবে 'মা' ডাকে যে অনুপ্রেরণা আছে,
মায়ের মমতা মেশানো শুভকামনা -- পথপ্রদর্শক!
সেই মা তোমার জীবনের পুরোটাই অধিকার করে আছে।
অসুস্থতায় মাথার পাশে তাঁর রাত জেগে থাকা
নিদ্রাহীন চোখের নীচে কালি পরে থাকাতেও যাঁর কোন কুন্ঠাবোধ হতো না।
কোন ক্লান্তি হতো না।
সেই তো আসল মা!
তাঁর ফুটে ওঠা নারীত্ব।
এই মায়ের চোখে দেখা জন্মভূমি যেন
সমগ্র বিশ্বজগতে ডুব দেওয়া।

মায়ের গর্ভজাত তোমার সহোদরা
সেও তো এক নারী।
তার আত্মত্যাগে জীবন সাজানো দাদা--
খাবারের ভাগ একটু বেশি পাওয়া ভাইটা,
আজ যেন একটু বেশিই সুখী!
এটা ভেবে যে তার বোন কষ্ট ভুলে পরের বাড়ির কষ্টটাকে আপন করে নিয়েছে।
'মা'কে দেখাশোনা ও যত্ন করার গুরু দায়িত্ব তুলে দিয়েছে দাদার হাতে।

বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ে তোমার সঙ্গিনী বালিকা কিংবা কিশোরী!
সেও তো নারী।
এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়া সহপাঠিনীটাও নারী।
তোমাকে ঘিরে থাকা বান্ধবীরা পাশবালিশটার মতো যত্ন নিতে আসে
কিন্তু মনে মনে হয়তো ভালোবেসেছে, 
বলতে পারে নি মুখ ফুটে
শুধু বুকে গেঁথে রেখেছিল 'অন্তরমম' করে।
তারাও তোমার জীবনের অনেকটা সময় পুরুষের মর্যাদা দিয়েছে।

জীবনে চলতে গিয়ে হোঁচট খাওয়া লোকটা যখন প্রেমের স্পর্শ পায়।
সেই তুমি অন্য এক নারীর সংস্পর্শে বেঁচে ওঠো!
সেই প্রেম--সেই নারী আসলে 'স্ত্রী'
সহধর্মিণী যাকে বলে আর কি!
সুখে দুঃখে,
মায়ের পরে অংশীদারীত্ব তারই।

আর একজন আছে, যে সর্বক্ষণের মধ্যমা,
যাকে ছাড়া সারাবাড়ি অন্ধকার!
সে আসলে নিজ ঔরস জাত কন্যা সন্তান।
সেও এক নারী।
তার সাহচর্যে সমস্ত স্বপ্নকে একসূত্রে বাঁধাই তোমার একমাত্র লক্ষ।

আসলে এদের প্রত্যেকের সাথেই তোমার আসল নাড়ির টান।

                     --------$--------

সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, বীরভূম
৭৩১২১৯
যোগাযোগ-৮৬৩৭০৬৪০২৯

"এবং আমি" ও "প্রতিবন্ধকতা" নামে দুটি একক সংকলন গ্রন্থের প্রণেতা। "কবিতা কোলাজ" ও "কবিতা কোরাস" এবং "সোহাগ প্রজাপতির ফুলশয্যা" যৌথ সংকলন প্রকাশিত। এছাড়াও নানা পত্র পত্রিকাতে নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত