Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা : সুনন্দ মন্ডল


নারী ও নাড়ির টান

                           

কোটি কোটি শুক্রাণুর ভিড়ে টিকে থাকা 'তুমি' কালের প্রবাহে নতুন প্রাণের জাগরণে
ভূমিষ্ট হলে পৃথিবীর বুকে।
গর্ভধারিনীর কোল জুড়ে হেসে কেঁদে বড়ও হলে!
একটি নামকরণের মাধ্যমে পরিচয় পত্র হাতে নিয়ে দিক-বিদিকে ছুটে বেড়ানো 'তুমি'
আজ অনেক বড়।
তবে 'মা' ডাকে যে অনুপ্রেরণা আছে,
মায়ের মমতা মেশানো শুভকামনা -- পথপ্রদর্শক!
সেই মা তোমার জীবনের পুরোটাই অধিকার করে আছে।
অসুস্থতায় মাথার পাশে তাঁর রাত জেগে থাকা
নিদ্রাহীন চোখের নীচে কালি পরে থাকাতেও যাঁর কোন কুন্ঠাবোধ হতো না।
কোন ক্লান্তি হতো না।
সেই তো আসল মা!
তাঁর ফুটে ওঠা নারীত্ব।
এই মায়ের চোখে দেখা জন্মভূমি যেন
সমগ্র বিশ্বজগতে ডুব দেওয়া।

মায়ের গর্ভজাত তোমার সহোদরা
সেও তো এক নারী।
তার আত্মত্যাগে জীবন সাজানো দাদা--
খাবারের ভাগ একটু বেশি পাওয়া ভাইটা,
আজ যেন একটু বেশিই সুখী!
এটা ভেবে যে তার বোন কষ্ট ভুলে পরের বাড়ির কষ্টটাকে আপন করে নিয়েছে।
'মা'কে দেখাশোনা ও যত্ন করার গুরু দায়িত্ব তুলে দিয়েছে দাদার হাতে।

বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ে তোমার সঙ্গিনী বালিকা কিংবা কিশোরী!
সেও তো নারী।
এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়া সহপাঠিনীটাও নারী।
তোমাকে ঘিরে থাকা বান্ধবীরা পাশবালিশটার মতো যত্ন নিতে আসে
কিন্তু মনে মনে হয়তো ভালোবেসেছে, 
বলতে পারে নি মুখ ফুটে
শুধু বুকে গেঁথে রেখেছিল 'অন্তরমম' করে।
তারাও তোমার জীবনের অনেকটা সময় পুরুষের মর্যাদা দিয়েছে।

জীবনে চলতে গিয়ে হোঁচট খাওয়া লোকটা যখন প্রেমের স্পর্শ পায়।
সেই তুমি অন্য এক নারীর সংস্পর্শে বেঁচে ওঠো!
সেই প্রেম--সেই নারী আসলে 'স্ত্রী'
সহধর্মিণী যাকে বলে আর কি!
সুখে দুঃখে,
মায়ের পরে অংশীদারীত্ব তারই।

আর একজন আছে, যে সর্বক্ষণের মধ্যমা,
যাকে ছাড়া সারাবাড়ি অন্ধকার!
সে আসলে নিজ ঔরস জাত কন্যা সন্তান।
সেও এক নারী।
তার সাহচর্যে সমস্ত স্বপ্নকে একসূত্রে বাঁধাই তোমার একমাত্র লক্ষ।

আসলে এদের প্রত্যেকের সাথেই তোমার আসল নাড়ির টান।

                     --------$--------

সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, বীরভূম
৭৩১২১৯
যোগাযোগ-৮৬৩৭০৬৪০২৯

"এবং আমি" ও "প্রতিবন্ধকতা" নামে দুটি একক সংকলন গ্রন্থের প্রণেতা। "কবিতা কোলাজ" ও "কবিতা কোরাস" এবং "সোহাগ প্রজাপতির ফুলশয্যা" যৌথ সংকলন প্রকাশিত। এছাড়াও নানা পত্র পত্রিকাতে নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত