Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

কবিতা : শ্যামাপদ মালাকার





প্রবৃত্তি
"""""""""


কি-রে,--কি ভাবছিস্?
তীরে বসে আমি কি শুধু তরঙ্গই গুণছি!
না-রে না!--যেটুকু নিজের ছিলো,
সেটুকু আলোর আড়ালে বিলিয়ে দিয়েছি!
 বিনিময়ে শুধু- গলাধাক্কা!-- নিজের বলে আর কিছু নেই...

জানিস,--মাঝে মাঝে তোকে ভাবি!
তরঙ্গের বদলে তোকে গুণি...

এতোগুলো গ্রীষ্মের পরেও তুই বর্ষার চারাটির মতোই আছিস!
এতো বিয়োগের-ব্যথার পরেও তুই, দীঘির ধারে পদ্মটির মতো আছিস্--
শতদুঃখেও তোর নূতন সাজার যে প্রবৃত্তিটা
হৃদয়ে তোর আজও বনফুলে ধোয়া মেঘের মতোই আছে..

ইচ্ছে করে,-
তোর ঐ প্রবৃত্তিটা ভেঙ্গে গুড়ো গুড়ো করে
ললাটে মেখে নিই!

কি-রে,--তোর ঐটুকু আমায় দিবি?---যদি দিস্--
সমুদ্রের বুকে আকাশটা সরিয়ে বলতে তো পারবো-
আমারও নিজের বলে কিছু আছে।
যে তার বুকের ভরসা মাখিয়ে আমায় কমলতুল্য করে রাখে..

নাই-বা চুলে তেল পড়ল, নাই-বা দিনে আহার জুটল,
পাতার আড়ালে সে আমায় ফুটিয়ে ত রাখবে...

তোর ঐ প্রকৃতিটা আমার ললাট-শিকড়ে লেপে দে-না,--
যদি দিস্-
নয়নের কটাক্ষ, অধরের হাসি, হৃদয়ের ধৈর্য-
সব তার হাতে তুলে দেবো....
নাই-বা দিলো বেশভূষা,
তার অনির্বচনীয় গন্ধের ভিতর পুড়তে তো পারবো---
বলতে তো পারবো--আমার নিজের বলে কিছু আছে...

যেমন মেঘমধ্যে বিদ্যুৎ-মনমধ্যে প্রতিভা-শব্দমধ্যে সঙ্গীত----তেমনই
'মরণের ভিতর সুখ!
মেঘভাঙ্গা আলোর মতো সে মরণ!-- বড় মধুর--বড় শীতল!
সেখানে মাটি নেই-ঘর নেই-শব্দ নেই---কেবলি সর্বদা নূতন ফোটে!
তোর ঐটুকুর অভিমানে--আমিও অগ্নিগর্ভ হয়ে অল্প অল্প ফুটবো--
বলতে তো পারবো--আমার নিজের বলে কিছু আছে...

অতি মৃদু, অতি মধুর, অতি স্নেহময় কন্ঠে
একবার বল---তোর ঐটুকু আমার দু'পায়ে নুপুরের মতো বেঁধে দিবি....
নাই-বা রইল গোলাভর্তি  ধান, পুকুরভর্তি মাছ--
 দিনের শেষে মল্লিকাফুলের মতো একমুঠো অন্ন, কাঁচা কলায়ের দাল, আর
জঙ্গুলে-ডুমুরের দালনা....

জানিস্!---শব্দহীন রাতে যখন নিজই নিজেকে দেখি, চমকে উঠি অশনির মতো!
আরো বিভৎস হয়ে উঠি নিঃসাড় নিঃশ্বাসের যন্ত্রণায়!
তোর ঐটুকু পেলে-
গণ্ডে ঝরে পড়া সবকটি অশ্রু তার হাতে সঁপে দিতাম..
নাই-বা পড়লো কাজল চোখে
নিঃর্দীপ রাতে সাড়া তো পাবো তার!
কি-রে,----তোর ঐ স্পৃহাটুকু দিবি?--
বলতে তো পারবো--আমার নিজের বলে কিছু আছে..

জানিস্, তুই বাড়ির পাশ দিয়ে গেলে--কেমন যেন একটা বনফুলের গন্ধ পাই!
মাথার উপর দোয়েল শিস্ দিতে দিতে উড়ে যায়- -
মনে হয়- নদীর কল কল শব্দে পাপিয়ার গান মিশে
তোর ঐ সুন্দরটা রচিত হয়েছে...
--তবু মন ভরেনা জানিস্,
মনে হয়- কুসুমের সাথে জ্যোছনা মিশে তোর ঐটা রচিত হয়েছে- -
চাঁদের স্পর্শে যেমন সমুদ্র হাসে-
চন্দনের স্পর্শে যেমন মন্দির হাসে
তোর স্নিগ্ধতার স্পর্শে আমিও হাসি--
হাসতে হাসতে ইচ্ছে করে, ক্লান্ত নারীত্বটুকু তার হাতে তুলে দিই!
পারবি?--তোর অশ্রুর ভিতর পূজোর থালায় যে প্রদীপটা জ্বলে-
ওর উষ্ণতা দিয়ে আমায় একটু মুছে দিতে!
বলতে তো পারবো- আমার নিজের বলে কিছু আছে.....!

এই দেখ,---আমি শুধু নিজের ইচ্ছেটাই বলে গেলাম,
তোকে এখনও জিজ্ঞাসা করিনি--
তুই কেমন আছিস্।

আচ্ছা এবার বল্--কেমন আছিস্ তুই?
কেন তুই এখনো ঘর বাঁধিসনি?---কি-রে?--
কেন এখনো সংসার করিসনি্?
বুঝেছি,--আমার প্রতি তোর খুব ঘৃণা হচ্ছে বল্?
কিন্তু বিশ্বাস কর!
আমাকে অযত্নে--অনিয়মে ভেঙ্গতে চেয়েছিল---
আমি কারু ইচ্ছার বলি হয়নি বলে, তার চিহ্ন বুকের ও-পিঠে...

কি-রে,--সপ্তসুরের ভিতর--জ্যোছনা-চন্দন-কুমকুমে মোড়া---যে পবিত্রতাটুকু রেখেছিস্
আমাকে ওটা দিবি!---
যদি দিস্---তোর রামধনু আর আকাশগঙ্গার তীরে বসে
আমি ভাঙ্গতে চাই...
যদি নিয়ম করে মৃদু মৃদু করে ভাঙ্গিস্-- তোর বুকের আলোছায়ায় অঙ্গ রেখে-
ভেঙ্গে খানখান হয়ে যেতে চাই...
ভেঙ্গে খানখান হয়ে যেতে চাই...
শুধু একবার কিশোর বয়সের দৃষ্টিতে চেয়ে দেখ--
আমি এখনও সেই পুতুল খেলা কিশোরীটির মতোই স্নিগ্ধা আছি...

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল